মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট উদ্যোগ! জারি করা হল নয়া বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। এবারের পরীক্ষায় যাতে কোনও ত্রুটি না থাকে সেই কারণে একাধিক উদ্যোগ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এবার পরীক্ষা শুরুর ঠিক আগে জানা গেল, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু ব্যবস্থা করেছে স্বাস্থ্য ভবন (Swasthya Bhaban)। উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশও।

মাধ্যমিক (Madhyamik Exam) শুরুর আগেই জারি বিজ্ঞপ্তি!

যে কোনও ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিককে। প্রথম বোর্ড পরীক্ষা, তাও আবার নিজের স্কুলের বাইরে! মাধ্যমিক ঘিরে কমবেশি প্রত্যেক শিক্ষার্থীরই একটা চাপা উত্তেজনা থাকে। এবার চলতি বছরের পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু উদ্যোগ নিল স্বাস্থ্য ভবন। ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

আগামীকাল থেকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শুরু হচ্ছে, চলবে ২২ ফেব্রুয়ারি অবধি। এরপরেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। ৩ মার্চ থেকে শুরু হয়ে সেই পরীক্ষা চলবে ১৮ মার্চ অবধি। এই আবহে বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য ভবন। প্রত্যেকটি সরকারি হাসপাতালে ‘সিক বেড’ রাখতে বলা হয়েছে। যাতে কোনও পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেখানে ভর্তি করানো যেতে পারে। সেই সঙ্গেই অসুস্থ পরীক্ষার্থীদের কাউন্সেলিং করানোর বন্দোবস্তও রাখতে হবে হাসপাতালে।

আরও পড়ুনঃ অগ্নিকাণ্ডের পর উত্তপ্ত নারকেলডাঙা! ফিরহাদ যেতেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠল ‘চোর’ স্লোগান

এছাড়া স্বাস্থ্য ভবনের তরফ থেকে ব্লক সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখার নির্দেশ এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আশা কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবনের পাশাপাশি পরীক্ষার্থীদের (Madhyamik) জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশও। চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর। পরীক্ষার্থীরা যদি কোনও রকম সমস্যায় পড়েন, তাহলে ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করা যাবে।

Madhyamik exam

এদিকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শুরুর আগে বেশ কয়েকজন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট দেখা দিয়েছিল। সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এরপর উচ্চ আদালতের নির্দেশ মতো বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, গতকাল সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি মাধ্যমিক শিক্ষা পর্ষদের দফতরে শতাধিক বিদ্যালয়ের আধিকারিকরা এসে ১৪১ জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছেন। এর ফলে আগামীকাল থেকে তাঁদের পরীক্ষায় বসতে আর কোনও বাধা রইল না।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর