বিয়ে পর্বে বেড়েছে TRP, এবার জোড়া ভিলেনের চমক দিয়ে “বেঙ্গল টপার” এর দৌড়ে ‘কথা’!

বাংলাহান্ট ডেস্ক : জনপ্রিয়তার দিক দিয়ে এই মুহূর্তে বেশ কিছু সিরিয়াল (Serial) এগিয়ে রয়েছে দর্শকদের বিচারে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকার দিকে নজর থাকে সিরিয়াল (Serial) ভক্তদেরও। কে এগোলো, কে পিছিয়ে গেল তা নিয়ে চলে আলোচনা। যারা তালিকার প্রথম দিকে রয়েছে, তারা নিজেদের স্থান ধরে রাখার চেষ্টা করে। অন্যদিকে যারা টিআরপিতে পিছিয়ে রয়েছে, তারা আবার এগিয়ে আসার চেষ্টায় থাকে।

টিআরপির লড়াইয়ে সব সিরিয়াল (Serial)

সিরিয়ালগুলির (Serial) মধ্যে এই নম্বরের লড়াই বেশ উপভোগ করেন দর্শকরা। কারণ টিআরপি বাড়াতে নিত্য নতুন টুইস্টও নিয়ে আসেন নির্মাতারা। সিরিয়ালে (Serial) যোগ হয় নতুন চরিত্র, পা রাখেন নতুন অভিনেতা অভিনেত্রীরা। আবার পুরনো কোনো চরিত্রকে ফিরে পেয়েও খুশি হন দর্শকরা।

This star jalsha serial is bringing two villains

জোড়া ভিলেন আসছে সিরিয়ালে: সম্প্রতি স্টার জলসার ‘কথা’ সিরিয়ালেও (Serial) ঘটতে চলেছে এমনি এক ঘটনা। এই মুহূর্তে চ্যানেলের টপার কথা। টিআরপি তালিকাতেও রয়েছে দ্বিতীয় স্থানে। এবার নম্বর আরো বাড়াতে কোমর বেঁধে নামলেন নির্মাতারা। সম্প্রতি নয়া ভিলেনের এন্ট্রি হয়েছে কথা সিরিয়ালে (Serial)। এভি আর কথাকে আলাদা করতে সিরিয়ালে যোগ দিয়েছেন অভিনেতা বিপুল পাত্র। কিন্তু একে আর রক্ষা থাকল না, এবার জোড়া ভিলেন আসছে কথা সিরিয়ালে।

আরো পড়ুন : হাতে স্যালাইনের চ্যানেল, হাসপাতালে “লড়ছেন” রুক্মিণী! হঠাৎ কী হল ‘বিনোদিনী’র?

ফিরছেন এই নায়িকা: ধারাবাহিকের (Serial)bপ্রথম থেকেই খলনায়িকা ‘ম্যান্ডি’র চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী মেঘা দাঁকে। তবে মাঝে বেশ কিছুদিন সিরিয়াল (Serial) থেকে সরে গিয়েছিলেন তিনি। অবশেষে আবারো এন্ট্রি হল তাঁর। সদ্য বিয়ে সেরেছে কথা আর এভি। প্রেমের ফুল ফুটতে না ফুটতেই জোড়া ভিলেনের ষড়যন্ত্রে কী পরিস্থিতি হবে তাদের জীবনে সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

আরো পড়ুন : গ্ল্যামার জগৎ ছেড়ে হাইকোর্টের আইনজীবী! জনপ্রিয়তা সত্ত্বেও অভিনয় ছাড়লেন কেন টেলি নায়িকা?

প্রসঙ্গত, নায়িকা হিসেবেই অভিনয় শুরু করেছিলেন মেঘা। ‘পিলু’ সিরিয়ালে তাঁর অভিনয় বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। তবে কথা সিরিয়ালে ভিলেন হিসেবে তাঁর অভিনয়ও সবাই পছন্দ করছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর