৪৭৫ দিন পর ODI-তে সেঞ্চুরি! চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই জ্বলে উঠলেন হিটম্যান

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন ধরেই ক্রমাগত খারাপ পারফরম্যান্সের সম্মুখীন হচ্ছিলেন হিটম্যান (Rohit Sharma)। এমতাবস্থায়, তাঁর দুর্ধর্ষ কামব্যাকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ক্রিকেট অনুরাগীরা। সেই দীর্ঘ অপেক্ষার অবশেষে অবসান ঘটল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ODI-তে জ্বলে উঠলেন রোহিত। শুধু তাই নয়, অনুরাগীদের তিনি উপহার দিলেন দুর্ধর্ষ সেঞ্চুরি।

দুর্ধর্ষ সেঞ্চুরি রোহিতের (Rohit Sharma):

প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি (Rohit Sharma) খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। অধিনায়ক হয়েও অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের শেষ ম্যাচ থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেই ফর্মে ফিরলেন ভারতীয় অধিনায়ক। কটকের বারাবাতি স্টেডিয়ামে সেঞ্চুরি করলেন রোহিত।

ODI-তে রোহিতের ৩২ তম সেঞ্চুরি: রবিবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ৭৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা (Rohit Sharma)। ODI-তে এটি তাঁর ৩২তম সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯।তম সেঞ্চুরি। সেঞ্চুরির এই ইনিংসে রোহিত মারেন ৯ টি চার এবং ৭ টি ছক্কা। আদিল রশিদের বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। এদিকে, মাত্র ৩০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর পরে, তিনি কিছুটা থিতু হয়ে ইনিংসটি তৈরি করেন। তবে, যখনই তিনি সুযোগ পেয়েছেন বাউন্ডারি মারা থেকে বিরত থাকেননি।

আরও পড়ুন: যা আগে কখনও ঘটেনি, সেটাই এবার ঘটবে! বিশ্বকে চমকে দিয়ে এবার নয়া ইতিহাস তৈরির পথে ভারত

সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন বহুদিন: জানিয়ে রাখি যে, প্রায় ১৬ মাস পর (৪৭৫ দিন) ODI-তে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৩ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিকে, আমরা যদি আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলি, সেক্ষেত্রে রোহিত ৩৩৮ দিন পর সেঞ্চুরি করলেন। তিনি ২০২৪ সালের মার্চে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন।

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ODI ম্যাচে বেজে উঠল “ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ” গান, শুনেই যা করলেন কোহলি…..

যে ভারতীয়রা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন:
সচিন তেন্ডুলকার- ১০০ টি সেঞ্চুরি
বিরাট কোহলি- ৮১ টি সেঞ্চুরি
রোহিত শর্মা- ৪৯ টি সেঞ্চুরি
রাহুল দ্রাবিড়- ৪৮ টি সেঞ্চুরি

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর