উত্তরাধিকারী হিসেবে রতন টাটার ১০,০০০ কোটি টাকা কে পাবে? সামনে এল নাম

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রতন টাটা এনডাউমেন্ট ফাউন্ডেশন (RTEF) এবং রতন টাটা এনডাউমেন্ট ট্রাস্টে (RTET) বড় পরিবর্তন ঘটতে চলেছে৷ টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে বলা হয়েছে, প্রয়াত শিল্পপতি রতন টাটার (Ratan Tata) উত্তরাধিকারীসূত্রে পাওয়া টাটা গ্রুপের কোম্পানিগুলির শেয়ার এখন এই দু’টি প্রতিষ্ঠানের হাতে রয়েছে। এই প্রতিষ্ঠানগুলি এবার পুনর্গঠন করা হচ্ছে। এদিকে, রতন টাটার মোট সম্পদের মূল্য ১০,০০০ কোটি টাকার বেশি বলে জানা গেছে।

রতন টাটার (Ratan Tata) সম্পদের উত্তরধিকারী:

রিপোর্টে বলা হয়েছে, রতন টাটার (Ratan Tata) সৎ ভাইবোন (শিরিন এবং ডিএন জেজীভয় ও নোয়েল টাটা) এই ট্রাস্টগুলিতে ট্রাস্টি হিসাবে যোগ দেবেন। এর মাধ্যমে গ্রুপে টাটা পরিবারের অবদান অব্যাহত থাকবে। RTEF এবং RTET রতন টাটার মৃত্যুর মাত্র কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলি তাঁর আর্থিক সম্পদের আইনি সংরক্ষক হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৪ সালের অক্টোবরে রতন টাটা প্রয়াত হন।

Who will get Ratan Tata 10,000 crore rupees.

অংশীদারিত্বের পরিমাণ: জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সে রতন টাটার (Ratan Tata) ০.৮৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এর পাশাপাশি টাটা ডিজিটাল, টাটা মোটরস এবং টাটা টেকনোলজিতেও তাঁর শেয়ার ছিল। টাইমস অফ ইন্ডিয়ার মতে, এই সমস্ত শেয়ার এখন RTEF-কে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, স্টার্টআপে করা তাঁর বিনিয়োগগুলি হয় RTET-র কাছে বিক্রি করা হবে বা সরাসরি ট্রাস্টে স্থানান্তর করা হবে।

আরও পড়ুন: ৪৭৫ দিন পর ODI-তে সেঞ্চুরি! চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই জ্বলে উঠলেন হিটম্যান

এই দুই প্রতিষ্ঠান কি করে: প্রসঙ্গত উল্লেখ্য যে, RTEF হল একটি সেকশন এইট কোম্পানি। অপরদিকে, RTET ভারতীয় ট্রাস্ট আইনের অধীনে কাজ করে। উভয় প্রতিষ্ঠানই শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দরিদ্র সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ করে। এই সমস্ত কাজ রতন টাটা (Ratan Tata) নিজেই এগিয়ে নিয়ে গিয়েছিলেন। টাটা গ্রুপের কোম্পানিতে তাদের শেয়ারের অনুপাতে উভয় ট্রাস্টের ভোটাধিকার থাকবে।

আরও পড়ুন: যা আগে কখনও ঘটেনি, সেটাই এবার ঘটবে! বিশ্বকে চমকে দিয়ে এবার নয়া ইতিহাস তৈরির পথে ভারত

ট্রাস্টির সংখ্যা বাড়বে: বর্তমানে উভয় প্রতিষ্ঠানে ২ জন ট্রাস্টি রয়েছেন বলেও জানা গেছে। এখন RTE-এ ৬ ট্রাস্টি এবং RTET-তে ৭ জন ট্রাস্টি থাকবে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন উভয় সংস্থার ম্যানেজিং ট্রাস্টি হবেন বলে আশা করা হচ্ছে। তিনি এই সংস্থাগুলির অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এদিকে, এই পরিবর্তন এই ট্রাস্টগুলির কার্যকারিতাকে আরও শক্তিশালী করবে এবং রতন টাটার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে। শুধু তাই নয়, টাটা গ্রুপের ভবিষ্যৎকে গঠন করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হিসেবেও বিবেচিত হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর