এক মাসের মধ্যে দাম বেড়েছে ২০০ শতাংশ! বিনিয়োগকারীদের মালামাল করল এই শেয়ার

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমনিতে শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টিতে ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব।

শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলছে এই পেনি স্টক:

প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরে শেয়ার বাজারে (Share Market) পতনের রেশ অব্যাহত রয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের। তবে, আজ আমরা আপনাদের এমন একটি পেনি স্টক সম্পর্কে জানাবো যেটি বিনিয়োগকারীদের দুর্ধর্ষ রিটার্ন দিয়েছে। মূলত, আজ আমরা শ্রী চক্র সিমেন্ট লিমিটেডের শেয়ারের কথা জানাবো। এই কোম্পানির শেয়ারের দাম বর্তমানে ১০.৩৩ টাকা। গত শুক্রবার এই শেয়ারে ২ শতাংশের বৃদ্ধি দেখা গেছে।

Investors are the financial gainers Share Market.

এক মাসে ২০০ শতাংশ পর্যন্ত রিটার্ন: শ্রী চক্র সিমেন্ট লিমিটেড এই বছর এখনও পর্যন্ত ২০০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। গত ১ জানুয়ারি এই শেয়ারের (Share Market) দাম ছিল ৩.৪৬ টাকা। যা এখন বেড়ে ১০.৩৩ টাকা বেড়েছে। গত শুক্রবার এই কোম্পানির শেয়ার ২ শতাংশ বেড়ে ৫২ সপ্তাহের সর্বোচ্চ ১০.৩৩ টাকায় পৌঁছেছে। এই সংস্থার মার্কেট ক্যাপ ৯.৩০ কোটি টাকা। গত ১ মাসে এই শেয়ারে ১২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত ৬ মাসে এই কোম্পানির শেয়ারে বৃদ্ধি ঘটেছে ২৩০ শতাংশ।

আরও পড়ুন: উত্তরাধিকারী হিসেবে রতন টাটার ১০,০০০ কোটি টাকা কে পাবে? সামনে এল নাম

সংস্থার বিবরণ: জানিয়ে রাখি, শ্রী চক্র সিমেন্ট লিমিটেড ডিজেএস স্টক অ্যান্ড শেয়ারস লিমিটেড ভারতের একটি শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী সংস্থা। এটি সারা দেশে পরিকাঠামোগত উন্নয়নের চাহিদা মেটানোর লক্ষ্যে উচ্চমানের সিমেন্ট এবং নির্মাণ সামগ্রী তৈরি করে। কোম্পানিটি টেকসই উৎপাদন প্রক্রিয়া এবং এনার্জি দক্ষতাকে অগ্রাধিকার দেয়। যার ফলে উৎপাদন খাত শক্তিশালী হয়েছে।

আরও পড়ুন: ৪৭৫ দিন পর ODI-তে সেঞ্চুরি! চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই জ্বলে উঠলেন হিটম্যান

পেনি স্টক কি: প্রসঙ্গত উল্লেখ্য, পেনি স্টক হল পাবলিকলি ট্রেড করা ছোট কোম্পানির শেয়ার। যা সাধারণত রুপির কম মূল্যে স্টক এক্সচেঞ্জে (Share Market) তালিকাভুক্ত হয়। কম লিকুইডিটির কারণে, পেনি স্টকে বিনিয়োগ করা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার মার্কেটে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকির বিষয়। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর