বাংলাহান্ট ডেস্ক: বিহারে গরু চুরির সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো তিন জনকে। শুক্রবার সকালে বিহারের বানিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, বানিয়াপুর গ্রামে বেশ কয়েকদিন ধরেই গরু চুরির ঘটনা বেড়েছে। স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে একটি গাড়ি সহ তিন জনকে দেখতে পেলে গরু চোর সন্দেহে তাদের নির্দয়ভাবে পেটায়।
ওই তিনজনকে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সামনে মুসলিমদের কোরবানি ঈদ। এ সময় বাড়তে থাকে গরু চুরির ঘটনা। কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শুধুমাত্র সন্দেহের বশে তিনজনকে নির্দয় ভাবে পেটানো কতটা মানবিক!