বাংলাহান্ট ডেস্ক: তিন তালাক মামলার আবেদনকারী ইশরাত জাহান হাওড়ার একটি হনুমান চালিশা উত্সবে অংশগ্রহণ করে। কিন্তু তার সাথে বসে হনুমান চালিশা পাঠ করেন তিনি।
এর পরেই ইসরাত অভিযোগ করেন, মুসলমান সম্প্রদায়ভুক্ত হনুমান চালিশা পাঠ করায় তাকে হুমকি দেওয়া হয়।
ইশরাত বলেন,” আজ ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় দেখি বাইরে কয়েকজন আত্মীয় ও স্থানীয়রা ভিড় করে রয়েছেন। জিজ্ঞেস করি কেন তারা এসেছেন? জবাবে তারা বলেন, মুসলিম সম্প্রদায় ভুক্ত হয়েও হিন্দুদের অনুষ্ঠানে অংশ নিয়ে ভুল করেছেন।”
ইশরাত উত্তরে বলেন, “মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানেও তো অংশ নেন বহু হিন্দু। কোন ভুল করিনি। ” ইশরাতকে প্রশ্ন করা হয়,তিনি কেন হিজাব পড়ে হিন্দুদের অনুষ্ঠানে গিয়েছিলেন। ইশরাতকে ঘর ছেড়ে দেওয়ার এমনকি প্রাননাশেরও হুমকি দেওয়া হয়
গোলাবাড়ি থানায় ইশরাত অভিযোগ দায়ের করেন। ইশরাতের প্রতিবেশীরা ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ইশরাতকে হুমকি দেওয়া হয়নি। শুধুমাত্র বোঝানো হয়েছিল।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার