বাংলাহান্ট ডেস্ক : কিছু কিছু্ অনস্ক্রিন জুটি এমন হয় যে তাঁদের দৌলতেই হিট হয় সিরিয়াল (Serial)। বারে বারে তাঁদের ফিরে পেতে চায় দর্শক। আর সেই জুটি কামব্যাক করলেই ফের হিট হয় ধারাবাহিক। বর্তমানে যেমন মে উঠেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘আনন্দী’। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর জুটি হিসেবে ফিরেছেন ঋত্বিক মুখোপাধ্যায় এবং অন্বেষা হাজরা। এই জি বাংলার পর্দাতেই প্রথম বার দুজনকে দেখা গিয়েছিল ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে (Serial)। সাত্যকি আর ঊর্মির জুটি দ্রুত দর্শকদের মনে জায়গা করে অন্যতম সেরা জুটি হয়ে উঠেছিল। মাঝখানে লম্বা বিরতি। অবশেষে আবারো ফিরলেন এই জুটি।
দর্শকদের পছন্দের জুটি (Serial) আদিদেব আনন্দী
সাড়ে ছটার স্লটে সম্প্রচারিত হচ্ছে আনন্দী। দর্শকদের ভালোবাসা পেলেও এখনো টিআরপি তালিকায় প্রতিপক্ষ ‘গীতা LLB’ কে এঁটে উঠতে পারেনি সিরিয়ালটি (Serial)। তবে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে আদি-আনন্দী জুটিরও। অন্বেষার কথায়, দর্শকরা তাঁদের সেরা জুটির তকমাটা দিয়েছেন। কারণ তাঁদের রসায়ন পছন্দ হয়েছে দর্শকদের।
কামব্যাক করে আপ্লুত দুজনেই: তবে এই কৃতিত্ব শুধু নিজেরা নিতে নারাজ আনন্দী। কৃতিত্ব ভাগ করে দিয়েছেন পরিচালক থেকে টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্টদেরও। তাঁরাই ফুটিয়ে তুলেছিলেন সাত্যকি ঊর্মি জুটিকে। আর এবার আদি আনন্দীকেও সেরার সেরা করে তোলার চেষ্টায় রয়েছেন নায়ক নায়িকা। দীর্ঘদিন পর আবার একসঙ্গে দুজনকে পেয়ে দর্শকরা তো আবেগে ভাসছেন। নায়ক নায়িকাও (Serial) জানালেন, একসঙ্গে অনেক মজার স্মৃতি রয়েছে তাঁদের। আর এখন নতুন স্মৃতি তৈরিতে ব্যস্ত দুজনে।
আরো পড়ুন : TRP তুলেও রেহাই নেই, মাত্র ৫ মাসেই শেষ করে দেওয়া হচ্ছে জলসার এই সিরিয়াল! কিন্তু কেন?
প্রেম নিয়ে অকপট জুটি: পর্দায় আদি-আনন্দী জুটি সুপারহিট। বাস্তবে কিন্তু ইতিমধ্যেই চুপিসারে বিয়ে সেরে রেখেছেন ঋত্বিক। কিন্তু অন্বেষা? বাস্তবে তাঁর ‘টুকাইবাবু’টি (Serial) কে? আজকাল ডট ইনের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী উত্তর দেন, কাজের চাপে প্রেমের সপ্তাহ পেরিয়ে গেলেও টের পান না। জি বাংলাই নাকি এখন তাঁর ‘ভ্যালেন্টাইন’! একই অবস্থা পর্দার আদিদেবেরও। তাঁর কথায় অবশ্য, ভালোবাসার বিশেষ কোনো দিন নেই। রোজই সেলিব্রেট করা উচিত।
আরো পড়ুন : এক ধাক্কায় ওলটপালট সব স্লট, নতুন মেগার জন্য বিদায়ের পথে জি এর এই সিরিয়াল!
ক্যালেন্ডারে প্রেমের সপ্তাহ চললেও আনন্দীর (Serial) সেটে অবশ্য ধুন্ধুমার কাণ্ড চলছে। কারণ গোটা লাহিড়ী বাড়িতে ছড়িয়ে পড়েছে ভাইরাস। পরিবারের সদস্যদের, অসুস্থ ঠাম্মিকে কীভাবে বাঁচাবে সেই চিন্তাই করছে আদি আনন্দী। টানটান পর্বে এরপর কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।