বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সম্প্রতি জামিন পেয়েছেন বালু। সোমবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দুর্নীতির কোনও তথ্য প্রমাণ দিতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। সেই কারণে জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয়। এবার এই মন্তব্যের প্রেক্ষিতেই ইডিকে বড় পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
জ্যোতিপ্রিয়র জামিন নিয়ে ইডিকে কী পরামর্শ দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)?
নন্দীগ্রামের বিজেপি বিধায়কের কথায়, ‘জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিলেন। চার্জশিটে তাঁর চুরির নথি দিয়ে তা জমা দিয়েছিল ইডি। যে মন্তব্য করা হয়েছে, তাতে সাক্ষীরা ভয় পাবে। কারণ রাজ্যের পুলিশমন্ত্রী বলছেন, জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ। তাই উনি যদি এমন বলে থাকেন, তাহলে ইডির উচিত উচ্চ আদালতে জামিন বাতিলের আবেদন করা ও এই দুর্নীতির মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়া’।
একাধিক দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য। গ্রেফতার হয়েছেন একাধিক হেভিওয়েট। রেশন দুর্নীতি মামলায় যেমন কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছিলেন হাবড়ার তৃণমূল বিধায়ক (Trinamool Congress) তথা প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি জামিন পেয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ‘গলার স্বর চড়ালে…’! সন্দীপের আইনজীবীকে তুমুল ভর্ৎসনা! কেন এত ‘চটলেন’ বিচারক?
এদিকে জেলমুক্তির পর থেকে ফের রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন বালু। বিধানসভায় যাতায়াত শুরু হয়েছে, রবিবার নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় যান তিনি। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, শীঘ্রই হয়তো রাজ্য মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে ফের একবার বালুকে মন্ত্রিত্ব দেওয়া হয় কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
এমতাবস্থায় আজ বিধানসভায় দাঁড়িয়ে জ্যোতিপ্রিয়কে নিয়ে মমতা যে মন্তব্য করেন, তাতে সেই চর্চা আরও বৃদ্ধি পেয়েছে। এবার সেটাকেই হাতিয়ার করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উচ্চ আদালতে বালুর জামিন বাতিলের আবেদন জানানো উচিত ইডির, মন্তব্য করেন বিজেপি বিধায়ক।