হাড্ডাহাড্ডি লড়াই ‘সারেগামাপা’য়, ১০ জনের ঠাঁই ফিনালেতে, কোন দুজন হলেন বিজয়ী?

বাংলাহান্ট ডেস্ক : প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছে ‘সারেগামাপা’ (Saregamapa)। জি বাংলার এই গানের রিয়েলিটি শোটি লম্বা সময় ধরে মনোরঞ্জন করেছে শ্রোতা দর্শকদের। সমগ্র বাংলা এবং ভিন রাজ্য থেকেও এসেছেন বহু প্রতিভা। তবে তাঁদের মধ্যে থেকে কেটেছেঁটে মাত্র ১০ জনই জায়গা পেয়েছেন ফিনালেতে। ইতিমধ্যেই সারা চূড়ান্ত পর্বের শুটিং। কারা গেলেন ফিনালেতে? কারাই বা হলেন বিজয়ী?

কারা গেলেন সারেগামাপার (Saregamapa) ফিনালেতে

আট জন বিচারক জুটির টিমে জায়গা পেয়েছেন একগুচ্ছ প্রতিযোগী। কিন্তু ফিনালে যত এগিয়ে আসছে ততই বাড়ছে চাপ। বাদ পড়ছেন প্রতিযোগীরা। সদ্য শেষ হওয়া পর্বে রায়গঞ্জের প্রতিযোগী বনশ্রী বিশ্বাস বাদ পড়েছেন সারেগামাপা (Saregamapa) থেকে। তাঁর কণ্ঠে লোকগীতির সুরে মজেছিল শ্রোতারা। কিন্তু ফিনালের আগেই দৌড় শেষ করলেন তিনি।

Who went to saregamapa grand finale

কারা বাদ পড়লেন: জানা গিয়েছে, খুদে প্রতিযোগীদের মধ্যে অন্যতম নাম অঙ্কনাও বাদ পড়েছেন প্রতিযোগিতা থেকে। তবে ফিনালেতে গিয়েছেন কারা? তালিকায় রয়েছেন ইন্দ্রদীপ-কৌশিকীর টিমের দেয়াশিনী রায়, জোজো-জাভেদের টিমের ময়ূরী। এই টিমেরই আরাত্রিকা সিনহাও গিয়েছে সেরা দশে। পাশাপাশি দুই খুদে প্রতিযোগী ঐশী এবং সৃজিতাও জায়গা করে নিয়েছেন ফিনালেতে (Saregamapa)।

আরো পড়ুন : হয়ে গেল শেষ দিনের শুটিং, মাত্র ৫ মাসেই পথচলা থামছে জি এর মেগার!

বিজয়ী হলেন কারা: অন্যদিকে দুর্দান্ত গান গেয়ে সাঁই, সত্যজিৎ এবং দার্জিলিংয়ের আরিয়ান তিন জনেই চলে গিয়েছেন গ্র্যান্ড ফিনালেতে (Saregamapa)। সঙ্গে দুই ‘বিস্ময় বালক’ অতনু এবং অনীক তো রয়েছেনই। একথা সকলেই জানেন, এবারের সিজনে দুই প্রতিযোগীর মাথায় উঠবে বিজয়ীর শিরোপা।

আরো পড়ুন : মাত্র একটা শটেই রেকর্ড! প্রোমোতেই বড় দাঁও মারল জি এর সিরিয়ালের প্রোডাকশন

কারা কারা বিজয়ী হয়েছেন সারেগামাপার তা এতদিনে অনেকেই জেনে গিয়েছেন। অনেকে অবশ্য এখনো জানেন না। তাঁদের আর কিছুদিন ধৈর্য ধরতে হবে। গত ৪ ঠা ফেব্রুয়ারিই হয়ে গিয়েছে গ্র্যান্ড ফিনালের শুটিং। এবার কবে সম্প্রচার হয় তারই অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর