সমস্ত ওলটপালট TRP লিস্টে, স্লট আটকে রাখা “হেরো” সিরিয়ালকে সরাচ্ছে জলসা!

বাংলাহান্ট ডেস্ক : শুরুর অপেক্ষায় একগুচ্ছ ধারাবাহিক (Serial)। এদিকে স্লট নেই খালি। স্টার জলসার বর্তমান পরিস্থিতি এখন কিছুটা এমনি। বেশ কয়েকটি সিরিয়াল শুরু হওয়ার কথা রয়েছে এই চ্যানেলে। প্রোমোও সামনে এসেছে একটির। গুঞ্জনে জায়গা করেছে অন্যান্য প্রোডাকশনের আরো কয়েকটি নতুন মেগা। কিন্তু কোন সময়ে আসবে সিরিয়ালগুলি (Serial)?

পিছিয়ে পড়ছে জলসার সিরিয়াল (Serial)

নতুনদের জায়গা করে দিতে সাধারণত পুরনোদেরই সরতে হয়। নয়তো টিআরপি তালিকায় পিছিয়ে থাকা ধারাবাহিকের (Serial) উপরে পড়ে কোপ। এই মুহূর্তে সাপ্তাহিক টিআরপির লিস্ট লক্ষ্য করলেই দেখা যাবে, জলসার বেশ কয়েকটি সিরিয়াল (Serial) পিছিয়ে রয়েছে প্রতিপক্ষের থেকে।

This star jalsha serial might land in to trouble

কোন সিরিয়ালে কোপ: টপ পাঁচে প্রতিপক্ষ চ্যানেলের থেকে পিছিয়ে রয়েছে স্টার জলসা। অন্যদিকে প্রাইম টাইমের বেশ কিছু সিরিয়ালও (Serial) লাগাতার মার খাচ্ছে বিপক্ষ চ্যানেলের মেগার কাছে। তাই এবার চ্যানেল বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে শোনা যাচ্ছে। খুব শীঘ্রই ‘পরশুরাম আজকের নায়ক’ শুরু হচ্ছে স্টার জলসায়। আর এই নতুন সিরিয়ালের (Serial) জন্য নাকি কোপ পড়তে চলেছে প্রাইম টাইম স্লটের অন্যতম মেগা ‘উড়ান’ এর উপরে।

আরো পড়ুন : প্রোমোতেই বাজিমাত, সফর শুরু নতুন মেগার, এক বছরের বিরতি শেষে কামব্যাক জনপ্রিয় নায়কের

কী সিদ্ধান্ত নেবে চ্যানেল: রাত আটটার স্লটে প্রতি সপ্তাহেই ‘পরিণীতা’র কাছে হারছে উড়ান। বেঙ্গল টপারের বিরুদ্ধে মাতা তুলেও দাঁড়াতে পারছে না এই সিরিয়াল (Serial)। গুঞ্জন বলছে, এই ধারাবাহিক নিয়েই নাকি এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। গুঞ্জন বলছে, পরশুরাম বা তার পরবর্তী নতুন মেগার জন্য বিপদ নেমে আসতে পারে উড়ান এর উপরে। তবে সিরিয়ালটি (Serial) শেষ করে দেওয়া হবে, নাকি সময় বদলে রাতে পাঠানো হবে তা এখনো স্পষ্ট নয়। কোনো আনুষ্ঠানিক ঘোষণাও হয়নি এ বিষয়ে।

আরো পড়ুন : প্রাক্তন নায়কের সঙ্গেই চুটিয়ে প্রেম, বিয়ের প্ল্যানিং নিয়ে অকপট ‘মিঠাই’ নায়িকা

প্রসঙ্গত, গত বছর মে মাসে পথচলা শুরু করেছিল উড়ান। প্রথম দিকে ভালো দর্শক টানলেও ইদানিং টিআরপি অনেকটাই নেমে গিয়েছে সিরিয়ালের। বিশেষ করে বিপক্ষে বেঙ্গল টপার থাকায় আরোই থই পাচ্ছে না উড়ান। এবার সিরিয়ালটি নিয়ে কী ব্যবস্থা নেয় চ্যানেল বা আদৌ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার অপেক্ষা। অবশ্য দর্শকদের একাংশ বলছেন, উড়ান শেষ হলেই ভালো। এমনকি অনেকে ‘হেরো’ বলেও কটাক্ষ করেছেন এই মেগাকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর