বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দীর্ঘ পাঁচ বছর পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্সোনাল (Personal Loan) লোনের ইএমআই (EMI) কমানোর সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। ২০২০ সালের পর এই প্রথম রিজার্ভ ব্যাংক ইএমআই’র সুদ কমানোর সিদ্ধান্ত নিল।
পার্সোনাল (Personal Loan) লোন সংক্রান্ত তথ্য
রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) এই সিদ্ধান্তের ফলে নিঃসন্দেহে লোন গ্রহীতারা অনেকটাই হাঁফ ছেড়ে বাঁচবেন। তবে এই মুহূর্তে দেশের কোন কোন ব্যাংক সব থেকে কম সুদে পার্সোনাল লোন (Personal Loan) বা ব্যক্তিগত ঋণ প্রদান করছে জানা আছে? আজকের প্রতিবেদনে দেখে নেব সেই তালিকা।
আরোও পড়ুন : প্রাইম স্লটে শুরু নতুন মেগা, ভিলেন হয়ে কামব্যাক জি এর নায়কের
প্রথমেই আসা যাক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কথায়। বর্তমানে ৯.৩০ শতাংশ থেকে ১৩.৪ শতাংশ হারে পার্সোনাল লোন অফার করছে ইউনিয়ন ব্যাংক। পাশাপাশি লোনের পরিমাণের ১ শতাংশ গ্রাহককে ওয়ান টাইম প্রসেসিং ফি হিসেবে প্রদান করতে হবে। ১০ শতাংশ থেকে ১২.৮ শতাংশ সুদের হারে পার্সোনাল লোন প্রদান করছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র।
আরোও পড়ুন : সমস্ত ওলটপালট TRP লিস্টে, স্লট আটকে রাখা “হেরো” সিরিয়ালকে সরাচ্ছে জলসা!
এই ব্যাংকেরও ওয়ান টাইম প্রসেসিং ফি লোনের পরিমাণের ১%। ইন্ডিয়ান ব্যাঙ্ক গ্রাহকদের ১০ শতাংশ থেকে ১১.৪ শতাংশ হারে পার্সোনাল লোন অফার করছে। প্রসেসিং ফি হিসাবে ইন্ডিয়ান ব্যাঙ্ক এককালীন ১% বা সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারে গ্রাহকের থেকে। ১০.৮৫ শতাংশ থেকে ১৪.৮৫ হারে ব্যক্তিগত ঋণ প্রদান করছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকে পার্সোনাল লোনের (Personal Loan) উপর ওয়ান টাইম প্রসেসিং ফি ১০০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত। ১০.৮৫ শতাংশ থেকে ২৪ শতাংশ হারে ব্যক্তিগত ঋণ (Personal Loan) প্রদান করছে এইচডিএফসি ব্যাঙ্ক। ৬৫০০ টাকা পর্যন্ত হতে পারে ওয়ান টাইম প্রসেসিং ফি (Processing Fees)।
১০.৮৫ শতাংশ থেকে ১৬.২৫ শতাংশ হারে পার্সোনাল লোন অফার করছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ব্যক্তিগত ঋণের উপর প্রসেসিং ফি হতে পারে ২%। অ্যাক্সিস ব্যাংক ১১ শতাংশ থেকে ২২ শতাংশ হারে প্রদান করছে পার্সোনাল লোন। বেসরকারি এই ব্যাংকে পার্সোনাল লোনের উপর ওয়ান টাইম প্রসেসিং ফি ২%।