বাতিল হচ্ছে চাকরি? ‘আসল তথ্য জানা প্রায় অসম্ভব’ প্রধান বিচারপতির মন্ত্যব্যের পরেই  শোরগোল 

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার এসএসসি ২৬ হাজার চাকরি বাতিলের মামলার (SSC Recruitment Scam) শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এই মামলায় যোগ্য অযোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আসল তথ্য জানা প্রায় অসম্ভব বলেই মত প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ আদালত। সোমবার মামলার শুনানি পর্ব শেষ হওয়ার আগে এমনটাই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এই অবস্থায় আদালত তাহলে কি করতে পারে? তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।

SSC চাকরি বাতিল মামলায় (SSC Recruitment Scam) প্রধান বিচারপতির মন্ত্যব্যের পরেই  শোরগোল

গতকাল এই মামলায় (SSC Recruitment Scam) বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট। তবে কারও বক্তব্যে মধ্যে নতুন কোন তথ্য পাওয়া যায়নি। সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চাইছেন কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে ২৬ হাজার চাকরি বাতিল করে দেওয়া হোক। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন  জানায় ‘র‌্যাঙ্ক জাম্প’ এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। এছাড়া সরকার পক্ষের আইনজীবী প্রধান বিচারপতিকে জানিয়েছেন এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে।

সোমবার দুপুর দু’টোয় শীর্ষ আদালতে প্রধান বিচারপতির এজলাসে মামলার (SSC Recruitment Scam) শুনানি শুরু হয়। প্রায় দু’ঘণ্টা ধরে শুনানি চলার পর, শুনানি শেষে রায় দান  স্থগিত রাখেন প্রধান বিচারপতি। সিবিআই সোমবার জানায় ‘এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছেন তারা। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কেই সমর্থন করছে তদন্তকারী সংস্থা। সিবিআই এর আইনজীবী প্রসঙ্গে জানিয়েছেন, ‘নিয়োগে দুর্নীতির পরিমাণ ব্যাপক স্তরে হয়েছে। অনেকেরই সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। হাই কোর্টের রায়ই যথার্থ। তাই ওই রায়ই বহাল রাখা হোক।’

শুরু থেকেই বলা হচ্ছে এই মামলার (SSC Recruitment Scam) ক্ষেত্রে অন্যতম বড় সমস্যা হয়ে উঠেছে যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাই করা। কতজন যোগ্য এবং কতজন অযোগ্য প্রার্থীকে বাছাই করা হয়েছে তা নিয়েও এসএসসির কাছে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। তাতে অবশ্য কমিশনের আইনজীবী জানান ‘র‌্যাঙ্ক জাম্প’ এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাঁদের কাছে রয়েছে। কিন্তু ওএমআর শিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই।’

আরও পড়ুন: ‘মনে হচ্ছে ইচ্ছে করেই..,’ ক্ষুব্ধ প্রধান বিচারপতি, এবার কড়া নির্দেশ হাইকোর্টের

মামলা চলাকালীন এক আইনজীবী কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার কোন ভিত্তি নেই। মামলা চলাকালীন তার তাঁর সাক্ষাৎকার এবং অবসরের পর রাজনীতিতে যোগদানের প্রসঙ্গও তোলেন ওই আইনজীবী। তবে প্রধান বিচারপতি খন্না বলেন, ‘আমি দুঃখিত। এই বক্তব্য গ্রহণ করতে পারব না’। একইসাথে ওই আইনজীবীকে কোনও রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য না-করার পরামর্শ দেন প্রধান বিচারপতি।

SSC Recruitment Scam

প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের এসএসসি ২৬ হাজার চাকরিপ্রার্থীর চাকরি বাতিলের  নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গিয়েছিল রাজ্য সরকার। আলাদাভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও। তারপর হাই কোর্টের নির্দেশে চাকরিহারাদের কয়েক জনও সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেছিলেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর