বাংলাহান্ট ডেস্ক : বিরাট বিপদে ফাঁসলেন খ্যাতনামা ইউটিউবার ‘বিয়ারবাইসেপস’ ওরফে রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। এক ‘নামী’ কমেডি শোতে গিয়ে আলটপকা ‘অশ্লীল’ মন্তব্য করে রাতারাতি চর্চায় উঠে এসেছেন তিনি। তাঁর মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে সর্বত্র। শুধুমাত্র বিনোদুনিয়া নয়, রাজনৈতিক জগৎ পর্যন্ত গড়িয়েছে জল। অভিযোগ দায়ের হয়েছে রণবীর (Ranveer Allahbadia) এবং কমেডিয়ান সময় রায়না সহ আরো একাধিক জনের বিরুদ্ধে।
কেন বিতর্কে জড়ালেন রণবীর (Ranveer Allahbadia)
ঘটনার সূত্রপাত ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ নামে একটি শো থেকে। সেখানেই প্যানেলিস্ট হয়ে এসেছিলেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia), ইউটিউবার অপূর্বা মুখিজা, ইউটিউবার আশিস চঞ্চলানির মতো পরিচিত মুখরা। আরেক খ্যাতনামা স্ট্যান্ডআপ কমেডিয়ান সময় রায়না, যিনি এই শোয়ের উদ্যোক্তা, তিনিও ছিলেন প্যানেলে। এই শোয়ের সাম্প্রতিক একটি পর্ব নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
কী মন্তব্য করেন তিনি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলিতে দেখা যায়, এক প্রতিযোগীর উদ্দেশে ‘বাবা মায়ের যৌনতা’ সংক্রান্ত অত্যন্ত অশালীন মন্তব্য করেন রণবীর (Ranveer Allahbadia)। সেখানেই না থেমে তিনি প্রশ্ন করেন, তাতে কি তিনি ‘যোগ’ দেবেন? শুধু তাই নয়, শোয়ের বিভিন্ন সময় আরো একাধিক অশ্লীল এবং আপত্তিকর মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। একটি একজন পুরুষ প্রতিযোগীকে ২ কোটি টাকার বিনিময়ে ‘শারীরিক সুখ’ দেওয়ার অশ্লীল প্রস্তাবও দিতে দেখা যায় তাঁকে জনসমক্ষে। একই ভাবে অশালীন মন্তব্য করেন অপূর্বাও। সোশ্যাল মিডিয়ায় শোয়ের এমন একাধিক ভিডিও ভাইরাল।
আরো পড়ুন : সমস্ত ওলটপালট TRP লিস্টে, স্লট আটকে রাখা “হেরো” সিরিয়ালকে সরাচ্ছে জলসা!
দায়ের একাধিক অভিযোগ: এরপরেই নেটদুনিয়ায় কার্যত ঝড় উঠে গিয়েছে। মুম্বইতে দায়ের হয়েছে অভিযোগ। মহারাষ্ট্রের মহিলা কমিশন এবং মুম্বইয়ের কমিশনারও অভিযোগ করেছেন। অভিযোগ দায়ের হয়েছে অন্যান্য রাজ্যেও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সময়, রণবীর (Ranveer Allahbadia), আশিস এবং অপূর্বা সহ শোয়ের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অসম পুলিশ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। বিষয়টি এবার পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে শোনা যাচ্ছে।
আরো পড়ুন : প্রাইম স্লটে শুরু নতুন মেগা, ভিলেন হয়ে কামব্যাক জি এর নায়কের
এদিকে বিতর্ক তুঙ্গে উঠতেই একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন রণবীর (Ranveer Allahbadia)। তাঁর সাফাই, কমেডি তাঁর বিষয় নয়। তিনি যা বলেছেন সেটা হাস্যকর ছিল না, তাঁর উচিতও হয়নি। আপত্তিকর অংশগুলি বাদ দেওয়ার অনুরোধও নাকি জানিয়েছেন তিনি নির্মাতাদের। উল্লেখ্য, এর আগেও বিতর্কে জড়িয়েছে এই শোটি। প্রতিযোগীদের কাণ্ডকারখানা বা বিচারকদের মন্তব্য নিয়ে হয়েছে বিতর্ক। ‘ডার্ক হিউমার কমেডিয়ান’ নামে পরিচিত সময় রায়নার বিরুদ্ধেও নানা সময় উঠেছে অভিযোগ। এবার জল কতদূর গড়ায় সেটাই দেখার অপেক্ষা।