বিধানসভা থেকে গায়েব হুমায়ুন কবীরের ফোন! থানায় ছুটলেন TMC বিধায়ক! তারপর যা হল…

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা থেকে হারিয়ে গেল খোদ বিধায়কের ফোন! মঙ্গলবার সকালে বিধানসভার (West Bengal Assembly) লবি থেকে গায়েব হয়ে যায় ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) মোবাইল ফোন। মাত্র ৫ মিনিটের মধ্যে ফোন গায়েব হয়ে যায় বলে দাবি করেন তিনি। এদিন সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে খবর।

আইফোন হারিয়ে থানায় হুমায়ুন কবীর (Humayun Kabir)!

বর্তমানে বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। উপস্থিত রয়েছেন সকল বিধায়ক। বিধানসভা চত্বরে রয়েছে কড়া নিরাপত্তা। এর মধ্যে থেকেই গায়েব হয়ে যায় ভরতপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়কের আইফোন। হুমায়ুন জানান, গায়েব হওয়া ফোনটি আইফোন ১৩ মডেলের। সেখানে ফেস লক করা ছিল। এই বিষয়টি পুলিশকে জানান তৃণমূল বিধায়ক। খবর পাঠানো হয় হেয়ার স্ট্রিট থানায়।

হুমায়ুন (Humayun Kabir) বলেন, ‘সিটের পাশেই ফোন রেখেছিলাম। পাশের আসনে জাকির বসেছিল, তাঁর সঙ্গে আমি কথা বলছিলাম। এরপর বেল বাজার পর উঠে চলে যাই। তখনই খেয়াল করি একটা ফোন আছে, আরেকটা ফোন নেই। সঙ্গে সঙ্গে ফিরে আসলেও সিটে আর ফোন দেখতে পাইনি’।

আরও পড়ুনঃ বাংলাদেশে নিষিদ্ধ! এবার এপার বাংলায় ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিরাট ঘোষণা মমতার

বিধানসভা থেকে খোদ বিধায়কের ফোন হারিয়ে যাওয়ার এই ঘটনায় জোর শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় থানায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘণ্টাখানেকের মধ্যেই হুমায়ুনের ফোন খুঁজে বের করে পুলিশ। তবে সেই ফোন কোথা থেকে পাওয়া গিয়েছে, কে বা কারা সেই ফোন নিয়েছিল, সেটা স্পষ্ট করেননি ভরতপুরের বিধায়ক। তবে তিনি জানিয়েছেন, ফোন গায়েব হওয়ার এই ঘটনা চুরি বলে উল্লেখ করা যাবে না।

Humayun Kabir lost his mobile phone in West Bengal Assembly

উল্লেখ্য, বিস্ফোরক মন্তব্য করে মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। প্রায়শয়ই তাঁর বিরুদ্ধে দলবিরোধী মন্তব্য করার অভিযোগ ওঠে। শৃঙ্খলাভঙ্গের এই তালিকায় তৃণমূলের আরও কয়েকজন নেতা-মন্ত্রীর নাম রয়েছে। সোমবার বিধানসভায় পরিষদীয়  দলের বৈঠকে নাম না করেই কার্যত তাঁদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শৃঙ্খলা না মানলে যে ছাড় নেই! সেটা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর