বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর হাসপাতাল (RG Kar Case)। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ঘোষের (Sandip Ghosh) আমলে হাসপাতালে হওয়া ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ। এই আবহে এবার সামনে আসছে বড় খবর! এবার খোদ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে আদালতে অভিযোগ উঠল!
আরজি কর মামলায় (RG Kar Case) বড় খবর!
আরজি কর ধর্ষণ খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলারও তদন্ত করছে সিবিআই। সোমবার এই মামলার শুনানি ছিল সিবিআইয়ের আলিপুর আদালতে। সেখানে মামলা সংক্রান্ত নথি দেয়নি সিবিআই, এই অভিযোগ তুলে সরব হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা এবং বিপ্লব সিংহের আইনজীবী।
তাঁরা অভিযোগ করেন, ‘সিবিআইয়ের তরফে মামলার নথির কোনও তালিকা দেওয়া হয়নি। পাশাপাশি বহু নথি অস্পষ্ট’। একথা শোনার পর বিচারকের তরফ থেকে কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়, ‘বিকেলের মধ্যে সমস্ত নথি অভিযুক্তদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে’।
আরও পড়ুনঃ অবশেষে রাজি হয়ে গেলেন কালীঘাটের কাকু! নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! এবার ফাঁস হবে সব?
বিকেল সাড়ে ৪টের মধ্যে আরজি কর (RG Kar Case) আর্থিক দুর্নীতি মামলা সংক্রান্ত বাকি নথি আদালতে পেশ করতে সিবিআইয়ের আইনজীবী এবং তদন্তকারী অফিসারদের নির্দেশ দেন বিচারক। এরপর কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীরা বিচারককে জানান, বাকি নথি অভিযুক্তদের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনটি পেন ড্রাইভের মাধ্যমে ওই নথি তাঁদের দিয়ে দেওয়া হয়েছে বলে জানায় সিবিআই।
আদালত সূত্রে খবর, আরজি কর আর্থিক দুর্নীতি মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বুধবার। এদিকে কলকাতা হাইকোর্ট এই মামলার (RG Kar Case) বিচারে কোনও রকম দেরি চাইছে না। উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এই মামলার ট্রায়ালের জন্য ৭ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেই সময়সীমা খানিকটা বাড়ানো হয়। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী, গত শনিবার ও রবিবার অভিযুক্তদের আইনজীবীরা নিজাম প্যালেসে এই মামলার ১৫,০০০ পাতার নথি যাচাই করেন। এরপর সোমবার সন্দীপদের আইনজীবীদের তরফ থেকে মামলার সম্পূর্ণ নথি না দেওয়ার অভিযোগ তোলা হল।