রাত পোহালেই বাজেট! তার আগেই সরকারি কর্মীদের খুশি করলেন মমতা, জারি অর্থদফতরের বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। আগামীকাল ১২ ফেব্রুয়ারী পেশ হতে চলেছে রাজ্য (West Bengal Government) বাজেট। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিধানসভায় রাজ্য বাজেট (State Budget 2025-26) পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা ভোটের আগে রাজ্যের এই বাজেটে নজর থাকবে সকলের। এদিকে তার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য এল সুখবর।

কি জানাল রাজ্য সরকার? West Bengal Government

আগে শবেবরাতের জন্য প্রাথমিকভাবে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এখন জানা গিয়েছে যে শবেবরাত পড়েছে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার। তাই এই পরিস্থিতিতে শবেবরাতের জন্য বৃহস্পতিবার ছুটি দেওয়া হচ্ছে বলে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দফতর।

একইসাথে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর জন্য তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারও ছুটি থাকবে রাজ্য সরকারের কর্মীদের। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্য সরকারি অফিস, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন অফিসেও ছুটি থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ পরপর ছুটি। স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা।

এদিকে এমন সময় পরপর দু’দিন ছুটি ঘোষণা করা হল যখন রাত পোহালেই রাজ্য বাজেট পেশ করা হবে। এবারের বাজেটেও রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করা হবে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। এবারেও বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা করা হবে বলে আশায় বুক বেঁধেছে রাজ্য সরকারি কর্মচারীরা।

government employees

আরও পড়ুন: ‘প্রশাসনকেও তা..,’ গুরুতর অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা, গত দু’বারের মতো এবারও বাজেটে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণা করবে সরকার। উল্লেখ্য, এর আগে পরপর দুবার বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। ৩ ও ৪ শতাংশ করে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে এবারে ৩-৬% পর্যন্ত ডিএ বৃদ্ধি করতে পারে সরকার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর