বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিককে (Madhyamik Exam)। ১০ ফেব্রুয়ারি তথা সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik)। এর মাঝেই সামনে আসছে বড় খবর। সোজা পুলিশের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।
মাধ্যমিকের (Madhyamik Exam) মাঝেই কেন পুলিশের দ্বারস্থ পর্ষদ?
মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই কারণে প্রত্যেক বছর পর্ষদের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়। চলতি বছরও এর অন্যথা হয়নি। পরীক্ষার প্রথম দিনই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে শোরগোল পড়ে যায়। এবার প্রশ্নপত্র ফাঁসের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে পুলিশের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ।
জানা যাচ্ছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। এই বিষয়ে পর্ষদের দাবি, গতকাল সমাজমাধ্যমে যে প্রশ্নপত্র ঘুরছিল, তা গত বছরের। কেবলমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই কাজ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাঁদের শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুনঃ আর ডাক্তার নন! সন্দীপ ঘোষকে নিয়ে এবার কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। জানা যাচ্ছে, এখনও অবধি এই প্রশ্নফাঁসের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, গতকাল থেকে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha)। চলবে আগামী ২২ ফেব্রুয়ারি অবধি। ২২ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। তবে প্রথম পরীক্ষার দিনই প্রশ্ন ফাঁসের বিভ্রান্তি ছড়ায়। এবার সেই নিয়েই পুলিশের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ।
এদিকে চলতি বছরের মাধ্যমিক (Madhyamik Exam) পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। স্বাস্থ্য ভবনের তরফ থেকে তাঁদের জন্য নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। সেই সঙ্গেই হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ।