বাংলাহান্ট ডেস্ক : এ যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি। সেই কোন কালে হনুমানের লেজে আগুন দিয়ে জ্বলে পুড়ে গিয়েছিল ‘স্বর্ণলঙ্কা’। এখন অবশ্য আর সেই সোনার লঙ্কা নেই। কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসেও ফের ‘লঙ্কাকাণ্ড’ দেখল শ্রীলঙ্কা (Sri Lanka)। এক হনুমানের কাণ্ডে নিমেষে অন্ধকারে ডুবল প্রতিবেশী দেশ।
হনুমানের হানায় বিপর্যস্ত গোটা দেশ (Sri Lanka)
বছর দুয়েক আগেই রাজনৈতিক পালাবদল ঘটেছে শ্রীলঙ্কায় (Sri Lanka)। আর্থিক দুরবস্থার জেরে কার্যত ঝুঁকছে ওই দেশ। এর মাঝেই আবার নয়া কাণ্ড। হনুমানের হানায় কার্যত বিরক্ত হয়ে গিয়েছেন ওই হনুমানের ঠেলায়। শ্রীলঙ্কায় (Sri Lanka) ফের লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ছেড়েছে এক হনুমান। ঠিক কী ঘটেছে?
কী ঘটেছে ঘটনা: জানা যাচ্ছে, রবিবার কলম্বোর দক্ষিণে বিদ্যুৎ গ্রিডের একটি পাওয়ার স্টেশনে হানা দেয় হনুমান। তার তান্ডবেই বিদ্যুৎ বিপর্যয় নেমে আসে গোটা দেশে। নিমেষে আঁধারে ঢাকে সমগ্র শ্রীলঙ্কা (Sri Lanka)। গোটা দেশকে কার্যত নাস্তানাবুদ করে রেখেছে ওই হনুমান। হ্যাঁ, এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ী করা হচ্ছে হনুমানের উপদ্রবকেই।
আরো পড়ুন : আরো বিপাকে রণবীর! মহারাষ্ট্র-অসমের পর এবার মধ্যমগ্রামেও FIR দায়ের ইউটিউবারের বিরুদ্ধে
হনুমানের ঘাড়েই সব দোষ: জানা গিয়েছে, ঘটনার প্রায় ৫-৬ ঘন্টা পর দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি ফের স্বাভাবিক হতে শুরু করে। এ বিষয়ে শ্রীলঙ্কার (Sri Lanka) জ্বালানি বিষয়ক মন্ত্রী কুমারা জয়াকোদি বলেন, এক হনুমান গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে চলে আসায় সিস্টেমে গণ্ডগোল হয়েছে। তবে হনুমানটি বিপদ সীমার বাইরে রয়েছে বলেই খবর।
আরো পড়ুন : চিন-পাকিস্তানের উড়বে ঘুম! সামরিক শক্তিতে দাপট দেখাবে ভারত, চূড়ান্ত হওয়ার পথে ১ লক্ষ কোটির চুক্তি
এদিকে বিষয়টি নিয়ে ঠাট্টা তামাশার রোল উঠেছে নেট পাড়ায়। অনেকেই রামায়ণের প্রসঙ্গ টেনে মশকরা করেছেন, শ্রীলঙ্কা আর হনুমানের উপদ্রব থেকে রেহাই পেল না। আবার কেউ কেউ কটাক্ষ করেছেন, হনুমানের তাণ্ডবে পুরো দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো কাণ্ড শ্রীলঙ্কাতেই ঘটতে পারে!