বাংলাহান্ট ডেস্ক : সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP (Systematic Investment Plan) আজকাল বেশ জনপ্রিয় বিনিয়োগের মাধ্যম হয়ে উঠেছে দেশের বাজারে। যারা দীর্ঘমেয়াদের কম ঝুঁকির বিনিয়োগ মাধ্যম খুঁজছেন তাদের কাছে সেরা বিকল্প হতে পারে SIP। প্রতিমাসে অল্প করে টাকা SIP-তে বিনিয়োগ করলে তৈরি হতে পারে বড় অর্থের তহবিল।
SIP নিয়ে কিছু কথা
বিশেষজ্ঞরা বলে থাকেন, SIP-তে বিনিয়োগ একদিকে যেমন কম ঝুঁকি সাপেক্ষ, তেমনই অত্যন্ত লাভদায়কও বটে। তবে এমন কিছু বিষয় রয়েছে যেগুলি মাথায় না রাখলে দীর্ঘমেয়াদী SIP প্ল্যানেও খোয়াতে পারেন আপনার টাকা। অনেকেই হয়ত মনে করেন SIP-তে কোনো রকম বাজারগত ঝুঁকি নেই। তবে বিনিয়োগ বিশেষজ্ঞরা অবশ্য এই কথা উড়িয়ে দিয়েছেন।
আরোও পড়ুন : রয়েছে পাকিস্তানি যোগসূত্র! “যৌনতা” বিতর্কের মাঝেই নয়া কাহিনি ফাঁস রণবীরের
এমন অনেক পরিস্থিতি আসতে পারে যেখানে আপনার ফান্ড ধসে পড়তে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, ইকুউটিতে ডিরেক্ট বিনিয়োগের বদলে এসআইপির মাধ্যমে বিনিয়োগ খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। মার্কেটের ইতিহাস যদি দেখা যায় তাহলে এমন অনেক উদাহরণ আছে যেখানে দেখা গেছে এসআইপি খুব একটা ভালো রিটার্ন দেয়নি বিনিয়োগকারীকে। তাই করার আগে ভালোভাবে সংস্থার ফান্ডামেন্টাল স্টাডি করে নিতে হবে।
আরোও পড়ুন : জলসার পর্দায় “প্রথম” বার! চলতি মাসেই প্রোমো শুট, নতুন সিরিয়াল ঘিরে লাফিয়ে বাড়ছে উন্মাদনা
আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার এস নারিনের কথায়, লংটার্ম এসআইপিতে বিনিয়োগের ক্ষেত্রেও রয়েছে ঝুঁকি। চেন্নাইতে ফান্ড ডিস্ট্রিবিউটার এবং ইনভেস্টমেন্ট ম্যানেজারদের এক বৈঠকে নারিন বলেন, বিনিয়োগকারী যদি ভুল প্ল্যানে বা ভুল সময়ে বিনিয়োগ করেন, তাহলে জনপ্রিয় এসআইপি হওয়া সত্ত্বেও খোয়া যেতে পারে বিনিয়োগের টাকা।
শেয়ার মার্কেটে রক্তক্ষরণ হলে মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকে বিনিয়োগ করলেও লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিহাস বলছে, ১৯৯৪ থেকে ২০০২ সাল ও ২০০৬ থেকে ২০১৩ সালের মধ্যে মিডক্যাপে এসআইপি করে বেশ বড় ক্ষতি হয়েছিল এসআইপি বিনিয়োগকারীদের। এই একই ফর্মুলা প্রযোজ্য মিউচুয়াল ফান্ডের এসআইপির ক্ষেত্রেও। তাই কোনো স্টকের অতীত রিটার্ন দেখে বিনিয়োগ করা কখনোই উচিত নয়।