বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নেই কেন? জবাব তলব দেবের, পাল্টা কেন্দ্র বলল…

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে বাংলাদেশী অনুপ্রবেশকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক। গত বছর শেখ হাসিনা সরকার পতনের পর মহম্মদ ইউনুসের সরকার গঠনের পর, সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে আসা অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়েই চলেছে। এবার এই বিষয়েই সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করলেন বাংলার তারকা সাংসদ দেব অধিকারী (TMC MP Dev)।

ভারত-বাংলাদেশ বর্ডার নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইলেন দেব (TMC MP Dev)

বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়া লাগানো হয়নি কেন? এদিন তা সরাসরি জানতে চান দেব (TMC MP Dev)। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে এক গুচ্ছ প্রশ্ন তুলে ধরেছেন তিনি। বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া লাগানো হয়নি কেন? কেন এই ঢিলেমি? সেই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে এদিন একাধিক প্রশ্ন তুলে ধরেন দেব। কেন্দ্রের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সেই প্রশ্নের জবাব দিয়েছেন।

দেব (TMC MP Dev) এদিন প্রথমেই জানতে চান বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্ত এলাকা কত? জবাবে কেন্দ্র জানিয়েছেন, ভারত-বাংলাদেশের মধ্যে মোট ৪০৯৬.৭০ কিলমিটার সীমান্ত রয়েছে। এরপরেই দেব জানতে চান কোন কোন রাজ্যে বাংলাদেশ সীমান্ত পড়ছে? কেন্দ্র জানায়, পশ্চিমবঙ্গ (২২১৬.৭ কিলোমিটার), অসম (২৬৩ কিলোমিটার), মেঘালয় (৪৪৩ কিলোমিটার), ত্রিপুরা (৮৫৬ কিলোমিটার) এবং মিজোরাম (৩১৮ কিলোমিটার)।

আরও পড়ুন: উপহার রেডি! শেষ পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যবাসীকে কী সারপ্রাইজ দেবেন মুখ্যমন্ত্রী?

কেন্দ্রের কাছে দেবের প্রশ্ন ছিল, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই কত কিলোমিটারে? জবাবে কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪.৪৮২ কিলোমিটারে কোনো কাঁটাতারের বেড়া নেই। শুধু তাই নয় এর মধ্যে নাকি ১৭৪.৫১৪ কিলোমিটারে বেড়া বসানোর কোনো উপায় নেই।

TMC MP Dev

সংসদে দাঁড়িয়ে এদিন দেবের প্রশ্ন ছিল,কেন বাংলাদেশ সীমান্তের সর্বত্র কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হচ্ছে না? এই বিষয়ে কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত আংশিক ভাবে কাঁটাতারহীন হয়ে রয়েছে। কারণ তাঁদের নাকি এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। কিছু জায়গায় জলাভূমি রয়েছে। মন্ত্রীর কথায়, ধস-প্রবণ এলাকাও রয়েছে সীমান্তে। এছাড়াও কেন্দ্রের তরফে জানানো হয়েছে বাংলাদশের বর্ডার গার্ড-ও কাঁটাতারের বেড়া বসাতে দিচ্ছে না। তাছাড়া বলা হয়েছে কাঁটাতারের বেড়া বসানো একটি দীর্ঘকালীন কাজ। সেক্ষেত্রে আবহাওয়াজনিত প্রতিবন্ধকতাও রয়েছে। আবার জমি অধিগ্রহণে দেরি হওয়াতেও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো যাচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর