নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু (
)সোমবার এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির পর এই নিয়ে মুখ খুললেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (
)। কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেছেন চাকরি চলে গেলে চাকরিপ্রার্থীদের নিয়ে এবার তিনি নবান্ন অভিযান করবেন। বসে থাকবেন নবান্নের সামনে।সরাসরি শুভেন্দুর (
) হুংকার, ‘যদি যোগ্য চাকরি প্রাথীদের চাকরি চলে যায় তাহলে নবান্ন অভিযান হবে।’ শুভেন্দু অধিকারী এদিন বললেন, ‘যোগ্য প্রার্থীদের যেকোনো আন্দোলনে আমরা বারবার সঙ্গে থাকব। সরকারকে হুঁশিয়ার দিচ্ছি যদি যোগ্য প্রার্থীদের চাকরি চলে যায়, আমরা নবান্ন ঘিরে বসে থাকব। মুখ্যমন্ত্রী নবান্নে ঢুকলেও আর বেরোতে পারবেন না। নিশ্চিত ভাবে বললাম।’আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নেই কেন? জবাব তলব দেবের, পাল্টা কেন্দ্র বলল…
আজ আর কিছুক্ষনের মধ্যেই শুরু হচ্ছে রাজ্যের বাজেট। এই বাজেট নিয়েও মুখ খুলেছেন শুভেন্দু (
)। তিনি বললেন চাকরি নিয়ে বাজেটে কিছু থাকবে না। ৩ শতাংশ ডিএ বাড়তে পারে। আমি এখন বলার পর এটা হয়তো ৪ শতাংশ হবে। শিল্প শিল্প শিল্প শিল্প শিল্প শিল্প শিল্প এ ধরনের কিছু থাকতে পারে।’একইসাথে ভাতা নিয়েও এদিন রাজ্য সরকারকে খোঁচা দিয়ে শুভেন্দু বললেন, ‘শুধু ভাতা দিয়ে সরকার চলতে পারে না। আগামীকাল বাজেটে অনেক কিছু দেখতে পাবেন। সাধারণ মানুষের বিরুদ্ধে যাওয়া বাজেট আমরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবো।’