বাংলা হান্ট ডেস্কঃ মাত্র এক টাকায় জমি কিনেছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। বিগত কয়েক মাসে এমন রটনায় কান পাতা দায় হয়ে উঠেছিল। তবে বিতর্ক তৈরি হলেও সবসময় মুখ খোলেন না সৌরভ। বাংলা তথা সারা দেশের ক্রিকেট আইকন তিনি। তাই বরাবরই বিতর্ক নিয়ে মাথা ঘামান না মহারাজ। তবে এতদিন পর অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন সৌরভ।
নবান্নে মমতার সঙ্গে দেখা করে বড় দাবি সৌরভের (Sourav Ganguly)
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে সশরীরে নবান্ন গিয়েছিলেন সৌরভ (Sourav Ganguly)। সূত্রের খবর তাঁদের মধ্যে ৪৫ মিনিটের মিটিং হয়েছিল। সদ্য কলকাতার বুকে দু’দিন ব্যাপী চলেছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনের মঞ্চ থেকে সৌরভ বলেছিলেন তিনিও রাজ্যে ছোটখাটো বিনিয়োগ করেছেন। এই ব্যাপারে রাজ্য সরকার এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর থেকে তিনি সম্পূর্ণ সহযোগিতা পেয়েছেন।
তারপর এদিন নবান্নে মহারাজের (Sourav Ganguly) উপস্থিতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন জল্পনা। গতকাল তাঁর নবান্ন আসার কারণ জানা না গেলেও, অবশেষে এক টাকায় জমি কেনার বিতর্কিত বিষয়ে মুখ খুলেছিলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ এদিন বলেছেন, শালবনির জমি ১ টাকায় পেয়েছি, এটা কে বা কারা বলল?
আরও পড়ুন: ঝুলছে ২৬০০০ জনের ভাগ্য! একজন যোগ্য প্রার্থীরও চাকরি গেলে নবান্ন অভিযানের হুঁশিয়ারি শুভেন্দুর
তাহলে কত টাকা দিয়ে ওই জমি কিনেছিলেন মহারাজ? এপ্রসঙ্গে সৌরভ জানিয়েছেন, ১০০ কোটি টাকা দিয়ে ৩৫০ একর জমি কেনা হয়েছে। সরকারি টেন্ডারের মাধ্যমে কেনা হয়েছে ওই জমি। সৌরভের কথায়, এই জমি আগে প্রয়াগের কাছে ছিল। প্রয়াগের এই জমি ২০ লাখ একর হিসাবে কেনা হয়েছিল। অর্থাৎ মোট ১০০ কোটি টাকা। ওই জমি নিয়েই তৈরি হয় জটিলতা।
প্রসঙ্গত প্রয়াগ গ্রুপ আদালতে দাবি করে ওই জমির বর্তমান মূল্য ২৭০০ কোটি টাকা। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি। তার আগে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন খোদ সৌরভ গাঙ্গুলী। সূত্রের খবর আদালতের তরফে জমির ভিতরে থাকা স্ট্রাকচারের ভ্যালুয়েশন করতে বলা হয়েছে। এই মুহূর্তে প্রয়াগের দুই মালিক রয়েছেন জেলে। ফলে, এই জমি নিয়ে একটা জটিলতা থেকেই যাচ্ছে।