অনুব্রত বনাম কাজল শেখ? তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে পদ খোয়ালেন ওসি, গ্রেপ্তার TMC নেতা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে জেলায় জেলায় স্পষ্ট রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) গোষ্ঠী কোন্দলের ছবি। এবার তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে শিরোনামে উঠে এল বীরভূমের কাঁকরতলা। আর এই ঘটনার কোপ গিয়ে পড়ল কাঁকরতলা থানার ওসির ওপর। গোষ্ঠীকোন্দলের জেরে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে।

গোষ্ঠীকোন্দলের জেরে পদ খোয়ালেন ওসি, গ্রেপ্তার তৃণমূল (Trinamool Congress) নেতা

জানা যাচ্ছে আপাতত এই দায়িত্বে থাকবেন দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার। বীরভূমে বিগত কয়েকদিনে নতুন করে মাথাচাড়া দিয়েছে শাসক দলের গোষ্ঠীকোন্দল। তার সাথে চলছে  বোমাবাজি। এই ঘটনায় বুধবার নতুন করে গ্রেফতার করা হয়েছে স্বপন সেন নামে এক তৃণমূল (Trinamool Congress) নেতাকে। এদিন  খয়রাশোল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর ওই তৃণমূল নেতা কাজল শেখের ঘনিষ্ঠ। মঙ্গলবারই এই ঘটনায় আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত তৃণমূল (Trinamool Congress) নেতা স্বপন সেনকে গ্রেপ্তার করার পাশাপাশি আজ অর্থাৎ বুধবারেই কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকেও সরানো হয়েছে তাঁর দায়িত্ব থেকে।

আরও পড়ুন: কে বলল ১ টাকায় জমি কিনেছি? তাহলে কত কোটিতে পান? এতদিনে মুখ খুললেন ‘মহারাজ’ সৌরভ

জানা যাচ্ছে, বালির বখরা নিয়ে বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়। যার জেরে মঙ্গলবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কাঁকরতলা। স্থানীয় সূত্রে খবর, বালি বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তারপরেই মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় বোমাবাজি। ঘটনার জেরে ব্যাপক উতপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। জানা যাচ্ছে, কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা স্বপন সেনের অনুগামীদের বিরুদ্ধে এই সংঘর্ষের অভিযোগ উঠেছে।

Trinamool Congress

প্রসঙ্গত একসময় তৃণমূলের দোর্দন্ড প্রতাপ নেতা অনুব্রত মন্ডলের গড় বলে পরিচিত ছিল বীরভূম। কিন্তু তিনি জেলে যাওয়ার পর গোটা এলাকায় প্রভাব খাটাতে শুরু করেন কাজল শেখ। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের ‘বেতাজ বাদশা’ হয়ে ওঠেন তিনি। কিন্তু অনুব্রতর জেলমুক্তির পর আবার ছন্দপতন। বীরভূমের মাটিতে ক্রমশ রেষারেষি বাড়তে শুরু করে। দুটি সমান্তরাল শক্তির মধ্যে চলে ক্ষমতায়নের লড়াই। এই মুহূর্তে এই জেলার রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে মূলত কাজল শেখ বনাম অনুব্রত গোষ্ঠীর মধ্যেই।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর