বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ড (Ration Scam) নিয়ে দীর্ঘদিন ধরেই তোলপাড় রাজ্য রাজনীতি। এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। বর্তমানে জামিনে মুক্ত তিনি। এদিকে ফের সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বুধবার সকালে হাওড়া সহ তিনটি জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা।
রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ফের সক্রিয় ইডি!
২০২০ সালে নদিয়া থেকে ৭৬২ কেজি কালোবাজারির আটা উদ্ধার ঘিরে রেশন দুর্নীতি সংক্রান্ত তথ্য পেয়েছিল পুলিশ। প্রথমে নদিয়ার তিনটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পরবর্তীতে এই জল গড়ায় বহুদূর। তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতার হন একাধিক হেভিওয়েট।
একসময় অভিযোগ উঠেছিল, রেশনের ২০-৪০ শতাংশ গম সরিয়ে দিয়ে তা সরকারি ছাপ দিয়েই কালোবাজারিতে মোটা টাকায় বিক্রি হচ্ছে। এরপর রেশন দুর্নীতি মামলার সূত্রে একের পর এক গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আঢ্য, বাকিবুর রহমান সহ বেশ কয়েকজন। সম্প্রতি এই মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্য তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় ওরফে বালু। এরপরেই শোনা যাচ্ছে, ফের তৎপর হয়ে উঠেছে ইডি (ED)।
আরও পড়ুনঃ DA অতীত! বাজেটেই রাজ্য সরকারি কর্মীদের আরও বড় সুখবর দিতে চলেছেন মমতা? যা জানা যাচ্ছে…
বিগত বেশ কয়েক বছর ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি। তবে এখনও অবধি দুর্নীতির রহস্যভেদ করতে পারেনি তারা। সেই দুর্নীতির পর্দাফাঁস করতেই এদিন সকালে ইডি আধিকারিকদের তিনটি দল অভিযানে নামে।
জানা যাচ্ছে, হাওড়ার শ্যামপুরের একজন ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি চলছে (Ration Scam)। সেই সঙ্গেই জগৎবল্লভপুর এবং সন্তোষপুরের দু’টি ঠিকানাতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এখান থেকে একাধিক তথ্য এবং নথি পাওয়া যেতে পারে বলে আশাবাদী গোয়েন্দারা।