বাংলা হান্ট ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি সমগ্র দেশজুড়ে এই ব্যাঙ্কের লক্ষ লক্ষ গ্রাহক রয়েছেন। এমতাবস্থায়, গ্রাহকদের সুবিধার্থে SBI কিছু দুর্দান্ত স্কিম (Scheme) উপলব্ধ করে। যেগুলি প্রত্যক্ষভাবে লাভবান করে গ্রাহকদের। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেইরকমই আজ স্কিম সম্পর্কে জানাবো যেটির নাম হল SBI গ্রিন রুপি টার্ম ডিপোজিট (SGRTD) অফার করছে। এই স্কিমের উদ্দেশ্য হল পরিবেশ বান্ধব (গ্রিন) প্রকল্পগুলির জন্য অর্থ সংগ্রহ করা এবং সেগুলিতে বিনিয়োগ করা।
SBI (State Bank Of India)-র দুর্দান্ত স্কিম:
কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় নাগরিক থেকে শুরু করে NRI এবং NRO অ্যাকাউন্টধারীরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
কতদিনের জন্য বিনিয়োগ করা যাবে: SBI (State Bank Of India) ৩ টি ভিন্ন সময়ের জন্য এই স্কিমটি উপলব্ধ করছে। সেগুলি হল ১,১১১ দিন, ১,৭৭৭ দিন এবং ২,২২২ দিন।
কিভাবে করবেন আবেদন: প্রাথমিকভাবে ব্যাঙ্কের শাখার মাধ্যমে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে। তবে, শীঘ্রই এই স্কিম YONO অ্যাপ (YONO), ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং-এর সাথেও সংযুক্ত হবে।
কত সুদ দেওয়া হবে: SBI (State Bank Of India)-র গ্রিন রুপি টার্ম ডিপোজিট স্কিমেন সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় কিছুটা কম সুদ প্রদান করা হচ্ছে। সেক্ষেত্রে ১,১১১ দিনের বিনিয়োগের ক্ষেত্রে বার্ষিক সুদের হার হল ৬.৬৫ শতাংশ, ১,৭৭৭ দিনের বিনিয়োগের ক্ষেত্রে বার্ষিক সুদের হার হল ৬.৬৫ শতাংশ, এবং ২,২২২ দিনের বিনিয়োগের ক্ষেত্রে বার্ষিক সুদের হার হল ৬.৪০ শতাংশ।
আরও পড়ুন: “আমার পরিবারের মতো”, KKR-এ প্রত্যাবর্তনের পর বেজায় খুশি এই খেলোয়াড়, জানালেন পরিকল্পনা
সিনিয়র সিটিজেনরা বেশি সুবিধা পাবেন: জানিয়ে রাখি যে, সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকরা এই স্কিমের মাধ্যমে উচ্চ সুদের হার পাবেন। এদিকে, SBI-এর বর্তমান কর্মচারী এবং সিনিয়র সিটিজেন কর্মচারীরা অতিরিক্ত সুদের সুবিধা পাবেন। তবে, NRI সিনিয়র সিটিজেন এবং NRI কর্মীরা এই অতিরিক্ত সুদের জন্য যোগ্য হবেন না।
লোন এবং ওভারড্রাফটের সুবিধা: এই স্কিমে বিনিয়োগকারীরা ঋণ এবং ওভারড্রাফটের সুবিধা পাবেন। এই সুবিধা সাধারণত অন্যান্য ফিক্সড ডিপোজিটেও পাওয়া যায়।
আরও পড়ুন: সাধারণ মানুষদের সুবিধার্থে বড় পদক্ষেপ আদানি গ্রুপের! ধন্য ধন্য করছে গোটা দেশ
TDS: জানিয়ে রাখি যে, এই স্কিমেও আয়কর নিয়ম অনুযায়ী TDS (ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স) প্রযোজ্য হবে। এমতাবস্থায়, বিনিয়োগকারীদের তাঁদের আয়কর পরিকল্পনা অনুযায়ী ফর্ম 15G বা 15H পূরণ করতে হতে পারে।
SBI গ্রিন রুপি টার্ম ডিপোজিট কেন আকর্ষণীয়: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ফিক্সড ডিপোজিট পরিবেশ সুরক্ষা সম্পর্কিত প্রকল্পগুলিকে সমর্থন করবে।একটি নির্দিষ্ট সময়ের জন্য এতে বিনিয়োগ করে আপনি নিশ্চিত রিটার্ন পাবেন। এর পাশাপাশি, SBI (State Bank Of India) গ্রাহকদের সহজ এবং নিরাপদ বিনিয়োগের সুযোগ দিচ্ছে। এছাড়াও, আপনি যদি কম ঝুঁকিসহ নির্দিষ্ট রিটার্ন সমেত স্কিম চান সেক্ষেত্রে এই স্কিমটি আপনার জন্য একটি ভালো বিকল্প হিসেবে বিবেচিত হবে।