বাংলা হান্ট ডেস্কঃ সকলের নজর বাজেটে। আজ বিকেল চারটেয় বিধানসভায় বাজেট পেশ হতে চলেছে। বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট (State Budget 2025-26)। যার দিকে নজর রয়েছে সকলের। আজ বাজেটে একাধিক বড় চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
বাড়তে পারে ডিএ-Dearness Allowance
বাজেটে বিভিন্ন সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি ডিএ (Dearness Allowance) নিয়ে বড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। এক ধাক্কায় ৭-৮% বাড়ানো হতে পারে DA! সূত্রের খবর এমনটাই। অর্থাৎ বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় চমক অপেক্ষা করছে। যদিও কোনো কিছুই কনফার্ম বলা যাচ্ছে না। সবটা বোঝা যাবে ঘোষণা হলেই।
তবে আজ বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধিরও জোড়ালো সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। এর আগে পরপর দুবার বাজেটে ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার। প্রথমে তিন শতাংশ ও পরের বার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। ২০২৩ সালের বাজেটে তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। গত বছর অর্থাৎ ২০২৪ সালের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়ানো হয়েছিল।
আপাতত ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ ৫৩ শতাংশ। প্রতি বছর দফায় দফায় ডিএ (Dearness Allowance) বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগামী বছর আসছে অষ্টম পে কমিশনও।
আরও পড়ুন: অনুব্রত বনাম কাজল শেখ? তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে পদ খোয়ালেন ওসি, গ্রেপ্তার TMC নেতা
এদিকে বাংলার সরকারি কর্মীরা বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় রয়েছেন তারা। এই আবহে নয়া পে কমিশন কবে আসবে সেই নিয়েও প্রশ্ন তুলছেন সরকারি কর্মীরা। আবার আজ বাজেটেই নয়া পে কমিশন ঘোষণার জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।