দুষ্কৃতীর সঙ্গে পুলিশের আঁতাত! রেগে আগুন বিচারপতি! কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আদালতে। এবার দুষ্কৃতীর সঙ্গে হাত মেলানোর অভিযোগ উঠল কলকাতা পুলিশের (Kolkata Police) এক আধিকারিকের বিরুদ্ধে। এই নিয়ে মামলা হতেই বিরাট নির্দেশ দিয়ে দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

জানা যাচ্ছে, দুষ্কৃতীর সঙ্গে হাত মিলিয়ে খোদ আক্রান্তকেই বিপদে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে একজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগের তীর কলকাতার গল্ফগ্রিন থানার (Golf Green Police Station) তদন্তকারী পুলিশের আধিকারিকের দিকে।

আদালত সূত্রে জানা যাচ্ছে, গত বছরের ১২ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছিল। গল্ফগ্রিন থানা অঞ্চলে দুষ্কৃতী হামলার মুখে পড়েন অভিনব সাহা নামের একজন ব্যক্তি। দু’জন দুষ্কৃতী তাঁকে মারধর করেন বলে অভিযোগ। যার জেরে ওই ব্যক্তি পক্ষাঘাতগ্রস্তও হয়ে পড়েন।

আরও পড়ুনঃ করা যাবে না ‘এসব’ কাজ! EVM নিয়ে নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

অভিনবের পরিবারের অভিযোগ, এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছু হয়নি। উল্টে মামলার তদন্তকারী অফিসার দুষ্কৃতীকেই আড়াল করার চেষ্টা করছিলেন। এরপর এই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এবার সেই মামলাতেই গল্ফগ্রিন থানার ওই তদন্তকারী পুলিশ আধিকারিককে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি ঘোষ (Justice Tirthankar Ghosh)।

Calcutta High Court

জানা যাচ্ছে, বুধবার ওই মামলার শুনানিতে ওই পুলিশ আধিকারিককে তিরস্কার করে হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি ঘোষ স্পষ্ট বলেন, ‘দক্ষতার সঙ্গে কাজ করতে হলে কলকাতা পুলিশে থাকুন, নাহলে বেঙ্গল পুলিশে চলে যান’। দু’দিন পর ফের এই মামলার শুনানি রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি তথা পরবর্তী শুনানির দিন কেস ডায়েরি সহ ওই পুলিশ আধিকারিককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ভরা এজলাসে ক্ষুব্ধ বিচারপতির হুঁশিয়ারি, নাহলে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেব।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর