বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালে (Serial) নায়ক নায়িকার পাশাপাশি পার্শ্বচরিত্র গুলির গুরুত্বও অপরিসীম। একগুচ্ছ ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে তৈরি হয় সিরিয়ালের (Serial) গল্প। সেখানে নায়ক নায়িকা, ভিলেন যতটা গুরুত্ব পায়, পার্শ্বচরিত্রের গুরুত্ব তার থেকে কম নয়। এমনকি সিরিয়ালে চরিত্রগুলির আলাদা আলাদা গল্পও থাকে।
সিরিয়ালের (Serial) পার্শ্বচরিত্রের গুরুত্ব
ছোটপর্দার বহু নামীদামী অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যাঁরা পার্শ্বচরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছেন। অনেকে আবার মুখ্য চরিত্রে অভিনয় দিয়ে শুরু করলেও পরবর্তীতে পার্শ্ব চরিত্রেই দেখা গিয়েছে তাঁদের। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তাঁরা। বিভিন্ন সিরিয়ালে (Serial) টুইস্ট আনতেও আনা হয় এই নতুন চরিত্রদের।
সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত: এই মুহূর্তে জি বাংলার একটি সিরিয়ালের (Serial) টিআরপি কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। চ্যানেলের সবথেকে কম নম্বরের সিরিয়ালগুলির মধ্যে এটি অন্যতম। কিছুদিন আগেই ছড়িয়েছিল ধারাবাহিক (Serial) শেষ হয়ে যাওয়ার গুঞ্জন। টিআরপির হেরফের না হওয়ায় স্লট বদলেরও সম্ভাবনা থাকছে। এমতাবস্থায় এবার গল্পের ট্র্যাকই বদলে দেওয়ার বড় সিদ্ধান্ত নিল নির্মাতারা।
আরো পড়ুন : রয়েছে পাকিস্তানি যোগসূত্র! “যৌনতা” বিতর্কের মাঝেই নয়া কাহিনি ফাঁস রণবীরের
নতুন গল্পে কামব্যাক: জি বাংলার পর্দাতেই আবারো কামব্যাক করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা বসাক। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের (Serial) হাত ধরেই অভিনয় সফর শুরু হয় তাঁর। ভিলেন ‘সুইটি’র চরিত্রে বেশ দক্ষ অভিনয় দিয়ে দর্শকদের মন জিতেছিলেন প্রিয়াঙ্কা। এরপর ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকেও (Serial) এন্ট্রি নিয়েছিলেন তিনি। তবে সেই চরিত্রে আর দেখা মেলে না প্রিয়াঙ্কার। ছবির নতুন শুরু করলেন তিনি।
আরো পড়ুন : জলসার পর্দায় “প্রথম” বার! চলতি মাসেই প্রোমো শুট, নতুন সিরিয়াল ঘিরে লাফিয়ে বাড়ছে উন্মাদনা
জি এরই আরেক সিরিয়াল ‘অমর সঙ্গী’তে এন্ট্রি নিয়েছেন প্রিয়াঙ্কা বসাক। তবে এবার আর খল নায়িকা নয়। অমর সঙ্গী সিরিয়ালে প্রিয়াঙ্কার চরিত্রটির নাম লাভলি। উল্লেখ্য, বর্তমানে অমর সঙ্গী সিরিয়ালের টিআরপি খুবই কম। এমনকি স্লট ধরে রাখতেও ব্যর্থ ধারাবাহিকটি। এবার নতুন ট্র্যাকে নম্বরে কোনো বদল আসে কিনা সেটাই দেখার।