‘ভুল করেছিলাম’! ফের কংগ্রেসে ফিরেই বিস্ফোরক প্রণব-পুত্র! আর কী কী বললেন অভিজিৎ?

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন রাষ্ট্রপতি তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) ফের কংগ্রেসে ফিরলেন। বেশ কিছু সময় ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় ইতি টেনে বুধবার হাত শিবিরে নাম লেখালেন তিনি। এদিন সকালে কলকাতায় কংগ্রেসের সদর দফতরে দলীয় পতাকা তুলে নেন। অভিজিতের হাতে কংগ্রেসের (Congress) পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

কংগ্রেসে ফিরে কী বললেন অভিজিৎ (Abhijit Mukherjee)?

প্রণব-পুত্রের ‘ঘর ওয়াপসি’র পর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বলেন, ‘ভীষণ গুরুত্বপূর্ণ সময়। আপনারা জানেন, আমাদের দল থেকে বিধায়ক, সাংসদ, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। আজ তিনি নতুনভাবে আমাদের দলে যুক্ত হচ্ছেন। অভিজিতের আরেকটি পরিচয় রয়েছে। তিনি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র। উনি আমাদের দলে এসে, আমাদের নীতি আদর্শের সঙ্গে যুক্ত ছিলেনই। এখান থেকেই স্কুলিং, যাত্রা শুরু। কয়েকদিন আমাদের সঙ্গে ছিলেন না। অন্য দলের সঙ্গে যুক্ত হন। সেখান থেকে আজ ফের দলের পতাকা গ্রহণ করছেন’।

বাবার দেখানো পথে হেঁটে রাজনীতির আঙিনায় পদার্পণ প্রণব-পুত্রের। কংগ্রেসের হাত ধরেই রাজনীতিক হিসেবে পথচলা শুরু। প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার পর হাত শিবিরের টিকিটে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন। ২০১৪ সালের লোকসভা ভোটেও সেখান থেকে জয়লাভ করেন। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল (Trinamool Congress) প্রার্থী খলিলুর রহমানের কাছে পরাজিত হন অভিজিৎ। এরপর ২০২১ সালের জুলাই মাসে জোড়াফুল শিবিরে নাম লেখান।

আরও পড়ুনঃ দুষ্কৃতীর সঙ্গে পুলিশের আঁতাত! রেগে আগুন বিচারপতি! কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

গত বছর থেকেই শোনা যাচ্ছিল, ফের কংগ্রেসে প্রত্যাবর্তন করতে পারেন অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। বুধবার আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা তুলে নিলেন। শুভঙ্কর এদিন জানান, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের নির্দেশেই ফের দলে ফিরলেন প্রণব তনয়। রাহুল গান্ধীর আদর্শকে সামনে রেখে আগামী দিনে অভিজিৎ চলবেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। একইসঙ্গে বলেন, বাংলার মানুষের জন্য লড়াই করতে এটা কংগ্রেসের একটি বড় পদক্ষেপ।

Abhijit Mukherjee

এদিকে কংগ্রেসে প্রত্যাবর্তনের পর অভিজিৎ বলেন, ‘বহুদিন ধরেই খাড়্গে সাহেবের সঙ্গে কথা চলছিল। নানান কারণে দেরি হল। আজ আমার দ্বিতীয় জন্মদিন। ২০১১ সালের ১১ মার্চ সম্ভবত এই দিনেই যোগ দিয়েছিলাম। কয়েকদিনের জন্য ছিলাম না যদিও। যারা চাকরি করেন বুঝবে। সাবাটিক্যাল লিভে ছিলাম ধরে নিন। আমি খুবই খুশি ও কৃতজ্ঞ যে আমায় ফের যোগদানের সুযোগ দিয়েছেন’।

কংগ্রেস ছেড়ে যাওয়া ভুল সিদ্ধান্ত বলে এদিন স্বীকার করে নেন অভিজিৎ (Abhijit Mukherjee)। তিনি বলেন, ‘স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে অরাজনৈতিক ভুল করেছিলাম কংগ্রেস ছেড়ে। আমি ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি। আজ যে তিনজনের জন্য কংগ্রেসে ফেরা সম্ভব হল, তাঁরা হলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। আর একটা কথা বলতে চাই, ভারতে কংগ্রেসের কোনও বিকল্প নেই। প্রত্যেক গ্রামে, প্রত্যন্ত এলাকায় একটা-দু’টো হলেও কংগ্রেস সমর্থক পাবেন। যারা কংগ্রেসে ছিলেন বা ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের কাছে পৌঁছনোই আমার কাজ হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসুতোয় বেঁধে রাখার কাজ কংগ্রেস ছাড়া আর কেউ পারবে না। দিল্লি ভোটেও সেটা প্রমাণ হয়ে গিয়েছে। কেউ কংগ্রেস ছাড়া এগোতে পারবে না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর