বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকান ডিভাইস মেকর Apple-এর ভারতে বিক্রি গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। গত বছর দেশে স্মার্টফোন শিপমেন্টের রেকর্ড গড়েছে Apple। মূলত, কোম্পানির iPhone শিপমেন্ট বছরে ৪ শতাংশ বেড়ে প্রায় ১৫.১ কোটি ইউনিট হয়েছে।
ভারতে ইতিহাস গড়ল Apple:
মার্কেট রিসার্চ ফার্ম ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (IDC) রিপোর্টে বলা হয়েছে, গত বছরের প্রথমার্ধে Apple-এর স্মার্টফোনের শিপমেন্ট বেড়েছে ৭ শতাংশ। তবে দ্বিতীয়ার্ধে কোম্পানির বৃদ্ধি কমে গিয়ে ২ শতাংশে নেমে আসে। এই রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানির জন্য ইয়ার-টু-ইয়ার ভিত্তিতে iPhone শিপমেন্ট কম বৃদ্ধির কারণ ছিল চতুর্থ ত্রৈমাসিকে দুর্বল সিজন। চতুর্থ ত্রৈমাসিকে iPhone-এর শিপমেন্ট ছিল প্রায় ৩.৬ কোটি ইউনিট। যেখানে ৩ শতাংশের হ্রাস ঘটে।
উল্লেখ্য যে, গত বছর iPhone শিপমেন্টে ৪ শতাংশ বৃদ্ধির পাশাপশি Apple-এর স্মার্টফোনের এভারেজে সেলিং প্রাইস (ASP) প্রায় ২৫৯ ডলারে (প্রায় ২২,৪৮০ টাকা) দাঁড়িয়েছে। এদিকে, এন্ট্রি প্রিমিয়াম সেগমেন্টে ইয়ার-টু-ইয়ার ভিত্তিতে ৫ শতাংশের বেশি বৃদ্ধি ঘটেছে। এই সেগমেন্টে ২০০ ডলার থেকে ৪০০ ডলার মূল্যের স্মার্টফোন রয়েছে। স্মার্টফোনের মোট বাজারে এই সেগমেন্টের শেয়ার ছিল প্রায় ২৮ শতাংশ।
আরও পড়ুন: আর নেই চিন্তা! দুর্ধর্ষ স্কিম সামনে আনল SBI, সহজেই হবেন মালামাল, মিলছে একগুচ্ছ সুবিধা
এদিকে, প্রিমিয়াম সেগমেন্টে ২৪ শতাংশের বেশি বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এই সেগমেন্টে, ৬০০ ডলার থেকে ৮০০ ডলার (প্রায় ৫২,২০০ টাকা থেকে ৬৯,৬০০ টাকা) দামের স্মার্টফোন রয়েছে। Apple-এর এই সেগমেন্টের প্রধান মডেলগুলির মধ্যে রয়েছে iPhone 13, iPhone 14 এবং iPhone 15।
আরও পড়ুন: “আমার পরিবারের মতো”, KKR-এ প্রত্যাবর্তনের পর বেজায় খুশি এই খেলোয়াড়, জানালেন পরিকল্পনা
এর পাশাপাশি Apple ফোল্ডেবল স্মার্টফোনের সেগমেন্টে প্রবেশের পরিকল্পনা করছে। সম্প্রতি একজন টিপস্টার জানিয়েছিলেন যে, কোম্পানির প্রথম ফোল্ডেবল iPhone আগামী বছর লঞ্চ হতে পারে। এর পরে, সংস্থাটি ফোল্ডেবল Macbook এবং iPad লঞ্চ করার পরিকল্পনা করছে। Apple-এর ফোল্ডেবল স্মার্টফোন ভাঁজ করলে সেটির থিকনেস ৯.২ মিমি এবং খোলার সময় ৪.৬ মিমি হতে পারে। এই টিপস্টার জানিয়েছিলেন যে, এই স্মার্টফোনের অভ্যন্তরীণ স্ক্রিনটি ৬.১ ডিসপ্লে সহ ২ টি স্মার্টফোনকে ভাঁজ করার সমান হবে। Apple-এর সবচেয়ে বড় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ফক্সকন ফোল্ডেবল iPhone তৈরি করতে পারে। এই স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা ইউনিট উপলব্ধ হবে বলেও জানা গিয়েছে।