বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই প্রতিটি দলই চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য তাদের স্কোয়াড চূড়ান্ত করেছে। এদিকে, প্রাথমিকভাবে ঘোষিত প্রভিজনাল স্কোয়াডে, চোটের সম্মুখীন খেলোয়াড়দের ফিট না হওয়ার কারণে কিছু দলকে স্কোয়াডে পরিবর্তন করতে হয়। যার মধ্যে ভারতের নামও রয়েছে। ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ তাঁর পিঠের চোট থেকে সেরে ওঠেননি। যার ফলে তিনি আসন্ন আইসিসি টুর্নামেন্টে অংশ নেবেন না।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারতের স্কোয়াড:
এমতাবস্থায়, বুমরাহের জায়গায় সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। এদিকে, যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দলে এসেছেন বরুণ চক্রবর্তী।সামগ্রিকভাবে, আমরা যদি ভারতীয় স্কোয়াডের দিকে তাকাই, তাহলে সেখানে কিছু খামতি পরিলক্ষিত হবে। যেগুলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) দলকে বিপদে ফেলতে পারে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই ৩ টি ত্রুটির প্রসঙ্গ উপস্থাপিত করছি।
A look at #TeamIndia‘s updated squad for ICC Champions Trophy 2025 #ChampionsTrophy pic.twitter.com/FchaclveBL
— BCCI (@BCCI) February 12, 2025
১. কোনও ব্যাকআপ ওপেনার নেই: ভারত তার প্রভিজনাল স্কোয়াডে ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালকে বেছে নিয়েছিল কিন্তু এখন তাঁকে বাদ দেওয়া হয়েছে। জয়সওয়াল যখন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-তে অভিষেকের সুযোগ পেয়েছিলেন, তখন মনে করা হয়েছিল যে, ভারত সম্ভবত তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) খেলানোর বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। কিন্তু এখন তাঁর জায়গায় এসেছেন বরুণ চক্রবর্তী। এদিকে, অধিনায়ক রোহিত শর্মার ফর্ম নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ এখনও পর্যন্ত তিনি কয়েক মাসে মাত্র ১ টি ভালো ইনিংস খেলেছেন। এমন পরিস্থিতিতে, একজন ব্যাকআপ ওপেনার একটি ভালো বিকল্প হতে পারত।
আরও পড়ুন: ১৫ কোটিরও বেশি iPhone বিক্রি! ভারতে ইতিহাস গড়ল Apple, আসতে চলেছে নয়া চমক
২. ফাস্ট বোলিং বিভাগে অভিজ্ঞতার অভাব: ভারত তাদের স্কোয়াডে ফাস্ট বোলিং বিভাগে মহম্মদ শামির পাশাপাশি অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে সুযোগ দিয়েছে। শামির অনেক অভিজ্ঞতা থাকলেও কিন্তু তাঁর দুই সঙ্গী সম্পূর্ণ নতুন। অর্শদীপ এখনও পর্যন্ত মাত্র ৮ টি ODI খেলেছেন। অপরদিকে, হর্ষিত রানা শুধুমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অভিষেক করেছেন এবং মাত্র ২ টি ODI ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এমন পরিস্থিতিতে ICC-র এই বড় টুর্নামেন্টে (ICC Champions Trophy) অনভিজ্ঞ বোলারদের কারণে ক্ষতির মুখে পড়তে হতে পারে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন: আর নেই চিন্তা! দুর্ধর্ষ স্কিম সামনে আনল SBI, সহজেই হবেন মালামাল, মিলছে একগুচ্ছ সুবিধা
৩. প্রচুর স্পিনার: ভারত তার স্কোয়াডে স্পেশালিস্ট এবং অলরাউন্ডার হিসেবে ৫ জনের স্পিন বিকল্প বেছে নিয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তী। সংযুক্ত আরব আমিরশাহির পিচগুলি স্পিনারদের জন্য সহায়ক বলে মনে করা হয়। কিন্তু ভারত এতজন স্পিনার বেছে নিয়ে নিজেকে সমস্যায় ফেলেছে। তাঁদের কেউ কেউ একটি ম্যাচেও সুযোগ পাবেন না। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) বাড়তি একজন ফাস্ট বোলার নির্বাচন করা যেত।