বাংলা হান্ট ডেস্কঃ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget 2025) পেশ করা হল। ডিএ বৃদ্ধি থেকে ঘাটাল মাস্টার সহ একাধিক প্রকল্পে বরাদ্দের ঘোষণা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। এদিকে বাজেট (WB Budget 2025) ভাষণ চলাকালীনই কর্মসংস্থানের দাবিতে ওয়াকআউট করে বিজেপি। এরপর সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক সম্মেলনে কী বললেন মমতা (Mamata Banerjee)?
এদিন বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে আসার পর রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়ান মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাজেটে কেবল প্রতিশ্রুতি থাকে। আমরা নিজস্ব রাজস্ব থেকে বাজেটে বরাদ্দ করি। বাজেটে যা বলি, তাই করি’।
অনেকে আশা করেছিলেন, এবারের বাজেটে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা করবে রাজ্য। তবে সেই আশা পূরণ হয়নি। সাংবাদিক সম্মেলনে এই প্রকল্প নিয়েও মুখ খোলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘অন্য রাজ্যের থেকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আলাদা। ওদের অনেক শর্ত থাকে’।
আরও পড়ুনঃ State Budget: বাজেটে নয়া প্রকল্প ঘোষণা রাজ্যের! বরাদ্দ করা হল ২০০ কোটি! কারা সুবিধা পাবেন?
একইসঙ্গে মমতা দাবি করেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের (Government of West Bengal) ৫০,০০০ কোটি টাকা খরচ হয়। ১২ কোটি মহিলা এই স্কিমের সুবিধা পাচ্ছেন। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আরও অনেক মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, ৯ কোটি পরিবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প পাচ্ছেন। এর জন্য ১২,০০০ কোটি টাকা ব্যয় হয়। বাজেট ভিশন, কর্মসংস্থা মিশন বলে দাবি করেন তিনি। একইসঙ্গে বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, রাজ্য সরকার নয়, সিইএসসি বিদ্যুতের দাম বাড়ায়। এটি স্বশাসিত সংস্থা। দিল্লিতে একটি বোর্ড রয়েছে, সেখান থেকে বাড়ানো হয়। এই বিষয়ে কিছু বলব না। তবে দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন হলে বিদ্যুতের দাম কমবে বলে আশাবাদী তিনি।