শনিবার অবধি সময়! আরজি কর কাণ্ডে বড় খবর! এবার বিরাট নির্দেশ দিয়ে দিল আদালত

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর (RG Kar Case) হাসপাতাল। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলারও তদন্ত চলছে। দুই মামলারই তদন্তভার রয়েছে সিবিআইয়ের (CBI) হাতে। এই নিয়েই সামনে আসছে নয়া আপডেট। এবার শনিবার অবধি সময় দিল আদালত।

আরজি কর মামলায় (RG Kar Case) বড় খবর!

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) চিকিৎসক ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ খুনের মামলায় ইতিমধ্যেই জামিন পেলেও, আর্থিক দুর্নীতি মামলা থেকে এখনও অব্যাহতি পাননি তিনি। এবার এই আর্থিক দুর্নীতি মামলা নিয়েই নয়া আপডেট সামনে আসছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বুধবার অভিযুক্তদের আইনজীবীদের হাতে সকল নথি তুলে দিল সিবিআই।

এরপর এই সকল নথি যাচাই করতে সময় চান সন্দীপ ঘোষের আইনজীবী। আগামী শনিবার অবধি সময় দিয়েছে আদালত। তার মধ্যে সকল নথি দেখে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের।

আরও পড়ুনঃ বাজেটে বাড়েনি ভাতা! এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট মন্তব্য মমতার! জোর শোরগোল

এদিন সিবিআইয়ের তরফ থেকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জানানো হয়, অভিযুক্তদের আইনজীবীদের হাতে সকল নথি তুলে দেওয়া হয়েছে। সন্দীপের আইনজীবী নথি যাচাইয়ের সময় চাইলে আদালতের তরফ থেকে শনিবার অবধি সময় দেওয়া হয়। এর মধ্যে নথি যাচাই করে আদালতকে বক্তব্য জানাতে পারবেন আরজি করের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী। নথি নিয়ে যদি কোনও প্রশ্ন অথবা আপত্তি থাকে, সেটাও ওই দিন শুনবে আদালত।

RG Kar case financial irregularities Sandip Ghosh and others goes to Calcutta High Court

উল্লেখ্য, গতকাল কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার (RG Kar Case) শুনানিতে সন্দীপের আইনজীবীরা জানিয়েছিলেন, ৪৬২টি নথির মধ্যে মাত্র ২১৬টি নথি এখনও অবধি দিয়েছে সিবিআই। অসমাপ্ত নথি দিয়ে কীভাবে শুনানি হবে? এরপর উচ্চ আদালতের তরফ থেকে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়, বুধবারের মধ্যে অভিযুক্তদের আইনজীবীদের হাতে সব নথি তুলে দিতে হবে। সেই অনুযায়ী আজ কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে সকল নথি তুলে দেওয়া হল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর