বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মানহানির মামলায় সংশোধন চেয়ে এবার আদালতে (Calcutta High Court) আবেদন করলেন তাঁর আইনজীবী। হঠাৎ আবার নতুন করে মামলা করা হল কেন? জানা যাচ্ছে, এই মামলায় একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল। তা সংশোধনের জন্য এবার নতুন করে আবেদন জানানো হচ্ছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের মধ্যে দুজন কলকাতার বাইরের বাসিন্দা। এবার সেই বিষয়টি আদালতের নজরে আনার জন্য নতুন করে আবেদন করা হয়েছে।
রাজ্যপালের সম্মানহানির মামলায় সংশোধন চেয়ে হাইকোর্টে (Calcutta High Court) আবেদন
আসলে মামলাটি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অরিজিনাল সাইটের অর্থাৎ কলকাতার ঠিকানার মামলা। আইনত অরিজিনাল সাইডের মামলায় কেউ কলকাতার বাইরের বাসিন্দা হলে সেটা আলাদা করে উল্লেখ করতে হয়। কিন্তু এই মামলায় তা উল্লেখ ছিল না। তাই আবার নতুন করে আবেদন করা হচ্ছে।
জানা যাচ্ছে,মুর্শিদাবাদের রেয়াত হোসেন এবং সল্টলেকের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা জানিয়ে এবার নতুন করে আবেদন করা হয়েছে। গত ৩০ জানুয়ারি এই মামলার শেষ শুনানি হয়েছে। এরপর বিচারপতি, কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চে আগামী পাঁচ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
আরও পড়ুন: গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে? প্রায় ৪৫ বছর পর APDR স্টল না পাওয়ায় গুরুত্বপূর্ণ মন্তব্য হাইকোর্টের
স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের সম্মানহানী জনক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য আদালত (Calcutta High Court) নির্দেশ দিক, এই মর্মে অন্তর্বর্তী আবেদন দখিল করেছিলেন রাজ্যপাল। ঘটনার সূত্রপাত হয়, গত বছর নবান্নের একটি সরকারি বৈঠক থেকে। ওই বৈঠকে রাজ্যপালকে বেলাগাম ভাষায় আক্রমণ করেছিলেন মমতা।
নবান্ন থেকে মন্তব্যের ঝাঁঝ বাড়িয়ে রাজ্যের দুই হবু বিধায়কের শপথগ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে বিধানসভা ভবনের টানাপড়েনের মধ্যে মমতা প্রকাশ্যে বলেছিলেন, ‘উনি হয় স্পিকারকে এই অধিকার (শপথগ্রহণ করানোর) দিন, নয়তো ডেপুটি স্পিকারকে দিন। আর তা না হলে নিজে বিধানসভায় যান। ওঁর রাজভবনে কেন যাবে সবাই? রাজভবনে যা কীর্তি-কেলেঙ্কারি চলছে,তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে।’ প্রকাশ্যে রাজ্যপাল সম্পর্কে এমন মন্তব্য করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।