বাংলাহান্ট ডেস্ক : সবে মাত্র দ্বিতীয় বার ক্ষমতায় এসে আমেরিকার সিংহাসনে বসেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর মধ্যেই বিপদের ঘন্টা বেজে গিয়েছে তাঁর জন্য বড় চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন ট্রাম্প (Donald Trump)। খুব শীঘ্রই দেউলিয়া হওয়ার পথে এগিয়ে চলেছে আমেরিকা, এমনি দাবি বারংবার করে চলেছেন এলন মাস্ক। আর এই অঘটন রুখতেও কিছু সমাধান বলেছেন তিনি।
মাস্কের দাবিতে চিন্তায় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)
ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় আসতেই সরকারের বিশেষ পদে জায়গা পেয়েছেন এলন মাস্ক। খরচ কমানোর জন্য আমেরিকার সরকারের দক্ষতা বিভাগের প্রধান করা হ হয় মাস্ককে। আর ইতিমধ্যেই আমেরিকার পরিকাঠামোগত খরচে বিরাট কাটছাঁট করেছে মাস্ক। সম্প্রতি ট্রাম্পের (Donald Trump) সামনেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাস্ক দাবি করেন, খরচ কমানো না হলে দেউলিয়া হতে পারে আমেরিকা।
কী বলেছেন মাস্ক: মাস্ক স্পষ্টই বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধরে রাখতে ঋণ নেয় আমেরিকা। এই ঋণের জন্য সুদ হিসেবে দিতে হয় মোটা অঙ্কের টাকা। আর এই সুদই বিপদ ডেকে আনতে পারে আমেরিকার জন্য। এর সমাধানের পথও বাতলেছেন টেকগুরু।
আরো পড়ুন : বিরাট ধাক্কা TRP-তে, গল্প জমে ওঠার আগেই জলসার সিরিয়াল ছাড়লেন নায়িকা!
সমাধান বললেন টেসলা প্রধান: মাস্ক বলেন, বাজেট কমাতে হবে আমেরিকাকে। গত অর্থবর্ষে ১.৮ লক্ষ কোটি ডলারেরও বেশি ছিল। এমন পরিস্থিতিতে আমেরিকার বিভিন্ন প্রদেশগুলির বরাদ্দ এবং পরিকাঠামোগত উন্নয়নের খরচ কমানো না হলে বড় বিপদ আসতে পারে বলে মন্তব্য করেন মাস্ক।
আরো পড়ুন : নামমাত্র TRP-তে আর টেকা গেল না, চ্যানেলের এক কোপে মোটে সাত মাসেই “খেল খতম” জোড়া সিরিয়ালের!
এদিকে মাস্কের পরামর্শ মতোই বিভিন্ন প্রদেশের বাজেটে কাটছাঁট করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর জেরে অনেক ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে কাজ থমকে গিয়েছে। অনেক সরকারি সংস্থা থেকেও চলছে কর্মী ছাঁটাই। এই পরিস্থিতিতে এমন নীতি নিয়ে আদালতে মামলা পর্যন্ত দায়ের হয়ে গিয়েছে। মাস্কের বক্তব্য, পরিকাঠামোগত খাতে সরকারি খরচ কমিয়ে বেসরকারি ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া। এতে সরকারের খরচ কমলেও দেশবাসীকে সমস্যায় পড়তে হতে পারে।