বাংলা হান্ট ডেস্কঃ চলছে মাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যেই উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। বিজ্ঞপ্তি জারি করে সংসদ স্পষ্ট জানিয়েছে, পরীক্ষা চলাকালীন মেডিক্যাল আর্জেন্সি ব্যতীত অন্য কোনও কারণবশত ছুটি নিতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা (Teachers) সহ শিক্ষাকর্মীরাও।
শিক্ষকদের ছুটি নিয়ে কড়াকড়ি-Teachers
জানানো হয়েছে, সরকারি বা সরকার অধীনস্থ দফতরে কর্মরত মা-বাবা উভয় একসঙ্গে ছুটির আবেদন করলে সে ক্ষেত্রে যে কোনও এক জনের ছুটি মঞ্জুর করা হবে। শিক্ষা সংসদের স্থানীয় দফতরে যথাযথ ভাবে তাদের ছুটির আবেদন জানাতে হবে। শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে অবশ্য এও জানানো হয়েছে যথাযথ কারণ জানিয়ে আবেদন করলে শিক্ষা সংসদ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
সংসদের সিদ্ধান্ত প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, অনেক সময় দেখা যায় পরীক্ষার সময়ে যে কোনও কারণবশত শিক্ষক-শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মীরা একসঙ্গে টানা ছুটি নিয়ে বসে থাকেন। এতে সমস্যা হয়। লোকবল কমে যাওয়ায় পরীক্ষা চলাকালীন সমস্যায় পড়তে হয়।
তার কথায়, শিক্ষক-শিক্ষিকাদের এইভাবে গুরুত্বপূর্ণ সময়ে টানা ছুটি নেওয়ার প্রবণতা কমাতেই চলতি বছর থেকে ছুটি সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে হাসপাতালে ভর্তি হওয়া বা অস্ত্রোপচার অর্থাৎ মেডিক্যাল ইমার্জেন্সি ছাড়া অন্য কোনও কারণ দেখিয়ে পরীক্ষার সময়ে শিক্ষক-শিক্ষিকা বা সহ শিক্ষাকর্মীরাও ছুটি নিতে পারবেন না।
আরও পড়ুন: DA ইস্যুতে মমতাকে তোপ অমিত মালব্যর! রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা BJP নেতার
সংসদের নির্দেশিকায় অবশ্য খুশি নন শিক্ষামহলের একাংশ। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষাকর্মীদের ছুটি সংক্রান্ত যেই নির্দেশিকা সামনে এসেছে তা সরকারের তৈরি করা নিয়মকে মান্যতা দিচ্ছে না। শিক্ষা সংসদের ছুটি অনুমোদন করার কোনও এক্তিয়ার নেই। সেক্ষেত্রে ছুটির আবেদন কেন শিক্ষা সংসদের আঞ্চলিক দফতরে পাঠাতে হবে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।