নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা! দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয়! কেষ্ট কেমন আছেন?

বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা তিনি। গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) জামিন পেয়ে গত বছর পুজোর আগে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এরপর থেকেই ফের রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন। এবার তাঁকে নিয়েই সামনে আসছে বড় খবর! দুর্ঘটনার কবলে পড়ল কেষ্টর কনভয়।

অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কেমন আছেন?

জামিন পেয়ে বীরভূমে ফেরার পর থেকেই ফের ‘অ্যাকশনে’ দেখা যাচ্ছে অনুব্রতকে। প্রায় রোজই কোনও না কোনও কর্মসূচি থাকছে তাঁর। এর মাঝেই বিপত্তি! বুধবার বীরভূমের মহম্মদবাজারে ১৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল (Trinamool Congress) নেতার কনভয়। জানা যাচ্ছে, গতকাল বিকেলে মহম্মদবাজার ব্লক অফিসের দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

বীরভূমের জেলা তৃণমূল (TMC) সভাপতির কনভয়ের একটি গাড়ি ধাক্কা দেয় পিছন দিক থেকে আসা একটি লরিকে। অনুব্রতর কনভয়ের মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিয়ে পিছনে ধাক্কা দেয় বলে খবর। সংঘর্ষের জেরে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। অল্প আঘাত পেয়েছেন একজন মহিলা নিরাপত্তারক্ষী। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তৃণমূল সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ DA ইস্যুতে মমতাকে তোপ অমিত মালব্যর! রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা BJP নেতার

এদিকে কেষ্টর কনভয়ের মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও তৃণমূল নেতার গাড়ির কোনও ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর ফের কনভয় নিয়ে পূর্ব নির্ধারিত গন্তব্যের উদ্দেশে রওনা দেন তিনি। তবে কীভাবে এই ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা শুরু হয়েছে। অনুব্রতর কনভয়ের মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়িটি কেন নিয়ন্ত্রণ হারাল সেটাও দেখা হচ্ছে। পুলিশ সূত্রে এমনই খবর।

Anubrata Mondal

উল্লেখ্য, অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বীরভূমে ফেরার পর থেকেই শিরোনামে রয়েছে সেখানকার রাজনৈতিক সমীকরণ। কেষ্ট এবং কাজল শেখের মধ্যেকার ‘রসায়ন’ নিয়ে প্রায়ই চর্চা হয়। সম্প্রতি নাম না করেই একে অপরকে আক্রমণ শানিয়েছেন তাঁরা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের এই দুই হেভিওয়েটের ‘সমীকরণ’ কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর