দেশবাসীর জন্য নতুন আপডেট! এবার ৫০ টাকার নোট নিয়ে বড় বিবৃতি RBI-র!

বাংলাহান্ট ডেস্ক : এবার একটি বড় আপডেট এল ৫০ টাকার নোট নিয়ে। আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, খুব দ্রুত এবার বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট। কিন্তু সেই নোট দেখতে কেমন হবে? কি কি বিশেষত্ব থাকবে নতুন ৫০ টাকার নোটে?

কি জানালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)?

বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়ে দিয়েছে যে, এবার নতুন ৫০ টাকার নোট জারি হতে চলেছে। তাতে সই থাকবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নব নিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার। ২০২৪ সালের ডিসেম্বর মাসে শক্তিকান্ত দাসের জায়গায় দায়িত্ব গ্রহণ করেছেন।

আরোও পড়ুন : সংখ্যালঘু-মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৫৬০২ কোটি! রাজ্য বাজেট নিয়ে তরজা সুকান্ত-অভিষেকের

বাজারে আসতে চলা নতুন ৫০ টাকার নোটগুলির ডিজাইন হবে মহাত্মা গান্ধীর নতুন সিরিজের ৫০ টাকার নোটের মতই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে একথা জানানো হয়েছে। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইতিপূর্বে যে সকল ৫০ টাকার নোটগুলি (Note) জারি করেছিল তা বৈধ দরপত্র হিসেবেই থাকবে।

আরোও পড়ুন : ‘পে কমিশনের টাকা-সহ DA সবটা ক্লিয়ার করে দেব’, মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে এবার বড় বার্তা মমতার

মহাত্মা গান্ধী সিরিজের এই নতুন ৫০ টাকার নোটের আকার হবে ৬৬ মিমি x ১৩৫ মিমি। নতুন পঞ্চাশ টাকার নোটের রং হবে মূল রঙ ফ্লুরোসেন্ট নীল। এই নোটের পিছনে রথ-সহ হাম্পির ছবি থাকবে। তার মধ্যে এই দেশের সংস্কৃতি ঐতিহ্য প্রকাশ পাবে। এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে, ২০০০ টাকার নোটের ৯৮.১৫ শতাংশ ফেরত এসেছে।

Reserve Bank of India update note

 

উল্লেখ্য, দেড় বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, ২০০০ টাকার নোট নিষিদ্ধ করা হয়েছে। এখনো পর্যন্ত হাজার হাজার কোটি টাকার নোট মজুত রেখেছে মানুষ। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে এই বিষয়ে একটি আপডেট দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, এখনো পর্যন্ত ৬,৫৭৭ কোটি টাকার এই নোট সাধারণ মানুষের কাছে রয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর