বাংলাহান্ট ডেস্ক : জল্পনা সত্যি করে মণিপুর (Manipur) নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। মণিপুরে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন। মুখ্যমন্ত্রী বীরেন সিংহের ইস্তফার চার দিন পর জারি হল রাষ্ট্রপতি শাসন। ভারতের উত্তর পূর্বের এই রাজ্যে দীর্ঘদিন ধরেই অব্যাহত হিংসা। তার জেরেই ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার পরিস্থিতি আয়ত্তে আনতে বুধবার সন্ধ্যায় মণিপুরে (Manipur) জারি হল রাষ্ট্রপতি শাসন।
মণিপুরে (Manipur) জারি রাষ্ট্রপতি শাসন
গত ৯ ই ফেব্রুয়ারি মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন। রাজ্যে লাগাতার ঘটে চলা হিংসার ঘটনার জেরেই সব দিক দিয়ে চাপের মধ্যে ছিলেন তিনি। মণিপুরে (Manipur) মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ঘটে চলা বিরামহীন সংঘর্ষের ফলে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ভূমিকা পড়েছিল প্রশ্নের মুখে। বাধ্য হয়ে দিন চারেক আগে ইস্তফা দেন তিনি।
দলীয় নির্দেশে পদত্যাগ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পরে রাজ্যপালকে ইস্তফা পত্র জমা দেন এন বীরেন। সূত্রের খবর, দলীয় নেতৃত্বের নির্দেশেই ইস্তফা দেন তিনি। এদিকে এন বীরেন পদত্যাগ করার পর তাঁর জায়গায় নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ঐক্যমত তৈরি করতে পারেনি বিজেপি। এদিকে এই সুযোগে কংগ্রেস এবং নাগরিক সমাজের তরফে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি উঠতে শুরু করেছিল। শেষমেষ জারি হল রাষ্ট্রপতি শাসন।
আরো পড়ুন : আরো বড় “ঝটকা” পেলেন রণবীর, ইউটিউবারকে নিয়ে বড় পদক্ষেপ নিয়ে ফেললেন বিরাট!
লাগাতার হিংসা অব্যাহত: উল্লেখ্য, ২০২৩ সাল থেকে মণিপুরে (Manipur) লাগাতার চলছে জাতি হিংসা। এখনো পর্যন্ত প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছে এই হিংসায়। অথচ বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েও দু বছর নির্বিকার ছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন। অবশেষে সব দিকে চাপের মুখে পড়ে শেষমেষ পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
আরো পড়ুন : TRP-র দেখা নেই, নায়িকা বদলের দাবি! বিতর্কের মাঝেই জি এর সিরিয়াল ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী
তবে রাষ্ট্রপতি শাসন জারি হলেও হিংসা অব্যাহত রয়েছে মণিপুরে (Manipur)। ভারতীয় সংবিধান অনুযায়ী, কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে শেষ সরকারের পতনের ছয় মাসের মধ্যেই বিধানসভা ফের চালু করতে হবে। ২০২৪ এর ১২ ই অগাস্ট শেষবার বিধানসভা অধিবেশন হয়েছিল মণিপুরে। সেই অনুযায়ীই পরবর্তী বিধানসভার অধিবেশন করতে হবে এই রাজ্যে।