উচ্চমাধ্যমিকের মতোই আইসিএসই-তেও এবার ‘বেস্ট অফ ফাইভ’! কবে থেকে চালু হচ্ছে?

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় সারা বছর ধরেই পড়াশোনার চাপ থাকে পড়ুয়াদের। তাই এবার উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের পথেই পড়ুয়াদের চাপ কমাতে উদ্যোগী হতে চলেছে সিআইএসসিই (কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস) বোর্ড (ICSE)। জানা যাচ্ছে এই বোর্ডের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ইংরেজি বই হতে চলেছে দু’রকম- একটা মডার্ন ইংলিশ এবং অপরটি হল ওল্ড ইংলিশ।

উচ্চমাধ্যমিকের মতোই আইসিএসই-তেও (ICSE) এবার ‘বেস্ট অফ ফাইভ’

অংকের ক্ষেত্রেও একই ভাবে অ্যাপ্লায়েড (ফলিত গণিত) ম্যাথমেটিকস আনতে চলেছে সিআইএসসিই। অর্থাৎ ছাত্র-ছাত্রীরা নিজেদের মতো অংক বা ইংরেজি পড়তে পারবে। শুধু তাই নয়, ইংরেজি সহ আর‌ও চারটি বিষয়ে পাশ করার নির্দেশ দিয়েছে বোর্ড।

বর্তমানে আইসিএসসিতে (ICSE) নিয়ম রয়েছে ইংলিশ সহ আরো পাঁচটি বিষয় নিয়ে পড়তে পারেন পড়ুয়ারা। কিন্তু তার মধ্যে ইংরেজি ছাড়া তিনটি বিষয়ে পাশ করলেই সংশ্লিষ্ট ছাত্রকে পাশ বলে গণ্য করা হয়। তবে এই নিয়ম আর বেশিদিন থাকবে না। সব ঠিক থাকলে আগামী বছরেই অর্থাৎ ২০২৭ সাল থেকে এই নিয়মের পরিবর্তন চলেছে। জানা যাচ্ছে এবার থেকে ইংরেজি সহ আরও  চারটি বিষয়ে পাশ করতে হবে পড়ুয়াদের।

উল্লেখ্য আইএসসি (ICSE) পাশ করার পরে বহু পড়ুয়া ‘বেস্ট অফ ফোর’-এ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারত না। তার প্রধান কারণ বেশ কিছু ইউনিভার্সিটি ‘বেস্ট অফ ফাইভ’- মার্কসে ভর্তি নিত না। তাই সেই ব্যবস্থাতেও পরিবর্তন আনতে চলেছে সিআইএসসিই। নতুন নিয়ম আনুযায়ী ইংরেজি-সহ আর‌ও চারটি বিষয় পাশ করতে হবে পরীক্ষার্থীদের। আইসিএসই বোর্ড ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। মোট কথা এবার থেকে আইএসসি-তে ইংরেজিতে পাশ করা বাধ্যতামূলক। একইসঙ্গে পাশ করতে হবে আরও চারটি বিষয়ে।

আরও পড়ুন: সরকারি কর্মীদের পোয়া বারো! ৪% DA বাড়িয়েছে রাজ্য! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?

রামমোহন মিশন স্কুলের প্রিন্সিপ্যাল সুজয় বিশ্বাস এপ্রসঙ্গে বলেছেন, ‘ছাত্র-ছাত্রীদের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সিআইএসই। এতে আইসিএসই পাশ করার পরে বিশ্ববিদ্যালয় স্তরে ভর্তি হতে গেলে আর সমস্যায় পড়বে না পড়ুয়ারা। যারা নিজেদের পড়াশোনার ভার কমাতে চায়, তাদের এই বিষয় বাছাইয়ে অনেক সুবিধা হবে।’

ICSE and ISC

জানা যাচ্ছে ২০২৭ সাল থেকে আইসিসি-তে এই পরিবর্তন আনছে সিআইএসই। এছাড়াও থাকছে আরও একটি নিয়ম। এতদিন আইসিএসি-তে পাশ না করলে এতদিন লেখা থাকতো ‘সার্টিফিকেট নট অ্যাওয়াটেড’। তবে এবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এখন শুধুমাত্র ‘কোয়ালিফায়েড’ এবং ‘নন কোয়ালিফায়েড’ লেখা থাকবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর