“মোদীই যা করার করবেন….”, বাংলাদেশ ইস্যুতে নমোর ওপরেই ভরসা ট্রাম্পের

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে সাক্ষাৎ হল নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের মার্কিন মসনদে দ্বিতীয় বার বসার পর এই প্রথম সাক্ষাৎ দুই দেশের নেতৃত্বের। একাধিক ইস্যুর জন্য এই বৈঠকের দিকে নজর ছিল গোটা বিশ্বের। বিশেষ করে মনে করা হয়েছিল, মোদী-ট্রাম্প বৈঠকে বাংলাদেশ (Bangladesh) একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। মার্কিন রাষ্ট্রপতিও এ বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন। কিন্তু তিনি আপাতত অনড় থেকে এগিয়ে দিলেন ‘বন্ধু’ মোদীকেই।

বাংলাদেশ (Bangladesh) ইস্যুতে ট্রাম্পের বার্তা

রাষ্ট্রপতি নির্বাচনের আগেই বাংলাদেশকে (Bangladesh) হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন ট্রাম্প। সেখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়টির কড়া নিন্দা করে তিনি বলেছিলেন, ক্ষমতায় থাকলে এমনটা মোটেই হতে দিতেন না। তাই স্বাভাবিক ভাবেই বাংলাদেশ (Bangladesh) ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপের দিকে তাকিয়েছিল ওয়াকিবহাল মহল। তবে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদীর সঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। ভারত আমেরিকা একজোট হয়েই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে বলে বার্তা দেওয়া হয়।

Donald Trump relied on Narendra modi about Bangladesh issue

মোদীর উপরেই ভরসা: ওই বৈঠকেই এক সাংবাদিক উত্থাপন করেন বাংলাদেশ (Bangladesh) প্রসঙ্গ। এ বিষয়ে কী পদক্ষেপ নেবে আমেরিকা? তবে ট্রাম্পের কথায় ইঙ্গিত মিলেছে, আপাতত বাংলাদেশ নিয়ে আগ্রহী নয় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকা বাংলাদেশের (Bangladesh) সঙ্গে কোনো ভাবেই জড়িত নয়। তিনি বিষয়টা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছাড়ছেন।

আরো পড়ুন : মিলল না সমাধান! বাংলাদেশের পর এবার এই পড়শি দেশে কপাল পুড়ল আদানি গ্রুপের

বাংলাদেশকে বন্ধ সাহায্য: উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই বাংলাদেশের (Bangladesh) বিষয়ে কড়া মনোভাব দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শিক্ষা, স্বাস্থ্য খাতে আমেরিকার থেকে মোটা অর্থ সাহায্য পেত বাংলাদেশ। কিন্তু ট্রাম্প এসেই সমস্ত অর্থ সাহায্য বন্ধ করে দেন। বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতিতে এটা বাড়তি চাপ। তাই এদিনের বৈঠকে ভারতের এই পড়শি দেশ আলোচনায় জায়গা করে নেবে বলেই ভেবেছিলেন অনেকে। ভারতের বিদেশ সচিব অবশ্য জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে ভারতের কী অবস্থান তা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন নরেন্দ্র মোদী। ভারত যাতে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে পারে, বাংলাদেশ (Bangladesh) সেই পথেই এগোবে বলে আশা করা যায়, এমনি মন্তব্য করেন বিদেশ সচিব।

আরো পড়ুন : পাত্তা পায়না নায়ক, ছড়ি ঘোরায় পার্শ্ব চরিত্র, জি এর “বেঙ্গল টপার” মেগা বন্ধের দাবি দর্শকদের

প্রসঙ্গত, শুক্রবার মধ্যরাত্রির (ভারতীয় সময় অনুযায়ী) পর বৈঠকে বসেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক বৈঠক শেষে একটি সাংবাদিক বৈঠক করেন তাঁরা। সেখানে পরস্পরকে প্রশংসায় ভরিয়ে দিতেও দেখা গিয়েছে মোদী এবং ট্রাম্পকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর