বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে শহর কলকাতার একাধিক বিল্ডিং হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। যা নিয়ে একদিকে যেমন সাধারণ মানুষের আতঙ্ক বেড়েছে, তেমনই অস্বস্তিতে পড়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। পাশাপাশি ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) ভাবমূর্তি। এই আবহে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য। গঠন করা হল নয়া কমিটি।
বিশেষজ্ঞদের নিয়ে নতুন কমিটি তৈরি করল নবান্ন (Government of West Bengal)
বিগত কয়েক মাসে একাধিকবার শিরোনামে উঠে এসেছে রাজ্যের বেআইনি নির্মাণ (Illegal Construction)। সম্প্রতি বিল্ডিং হেলে পড়ার ঘটনায় সরকারের অস্বস্তি আরও বেড়েছে। বহুক্ষেত্রে দেখা গিয়েছে জমির চরিত্র খারাপ। ফলে টাকা দিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট কিনে ঠকতে হচ্ছে আমজনতাকে। এই সমস্যা রুখতে এবার খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে নতুন বিল্ডিং কমিটি তৈরি করা হল। এবার থেকে নিয়ম ভেঙে বাড়ি তৈরি করলে তা আর বরদাস্ত করা হবে না। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য কার্যত সেই বার্তাই দিল বলে মনে করছেন অনেকে।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এবার থেকে স্টেট লেভেল বিল্ডিং কমিটিই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। ইতিমধ্যেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফ থেকে হেলে পড়া বাড়ি ও বিল্ডিং বিভাগ নিয়ে একটি বিজ্ঞাপ্তি জারি করা হয়েছে (Government of West Bengal)। সেই বিজ্ঞপ্তি অনুসারে, দফতরের সচিব অরূপরতন মুখোপাধ্যায়কে চেয়ারম্যান করে ৮ সদস্যের একটি কমিটি বানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুনঃ আজ থেকে ফের কাঁপবে বাংলা! রাজ্যে আর কতদিন থাকবে শীত? একনজরে আবহাওয়ার খবর
এই কমিটিতে (Building Committee) রয়েছেন দফতরের ল’অফিসার, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের চিফ ইঞ্জিনিয়ার, চিফ টাউন প্ল্যানার, খড়্গপুর আইআইটির ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান বিপ্লবকান্তি সেনগুপ্ত। সেই সঙ্গেই আরও দু’জন বিশেষজ্ঞ আর্কিটেক্ট থাকবেন বলে খবর।
জানা যাচ্ছে, বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটিকে এমন ভাবে তৈরি করা হচ্ছে, যাতে কোথাও যদি কোনও ফাঁক ফোকর থাকে, তাহলে সেটা যেন সঙ্গে সঙ্গে চোখে পড়ে। রাজ্যের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যানিং সার্কেল দক্ষিণের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারকে এই বিল্ডিং কমিটির মেম্বার কনভেনার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০৭ সালের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল বিল্ডিং রুলস অনুসারে, যদি অনুমোদিত বিল্ডিং প্ল্যানের তোয়াক্কা না করে বাড়ি গড়ে ওঠে, তাহলে সংশ্লিষ্ট পুরসভার বোর্ড অফ কাউন্সিলার্সের সিদ্ধান্ত নিয়ে বিষয়টি এই কমিটির কাছে পাঠানো যায়। অনুমোদনহীন ও অবৈধ কোনও নির্মাণ যদি হয়, তাহলে সংশ্লিষ্ট কমিটি তা যাচাই করতে পারে। পাশাপাশি কীভাবে সেই সমস্যার সমাধান করা যায়, সেটাও এই কমিটিই ঠিক করবে।
এছাড়া ওই কমিটির থেকে প্রযুক্তিগত কোনও বিষয়ে পরামর্শ নেওয়া হবে। এর জন্য কমিটির তরফ থেকে সংশ্লিষ্ট পুরসভার কমিশনার বা টেকনিক্যাল অফিসার বা এক্সিকিউটিভ অফিসারকে বৈঠকে ডাকা যেতে পারে।
সাম্প্রতিক অতীতে রাজ্যের নানান প্রান্তে বিল্ডিং হেলে পড়ার ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই সঙ্গেই অবৈধ নির্মাণ তো রয়েছেই। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এই নিয়ে শুনতে হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রীও এসব বিষয়ে ক্ষুব্ধ, যা তিনি ফিরহাদকে জানিয়ে দিয়েছেন বলে খবর। এই আবহে এবার স্টেট লেভেল বিল্ডিং কমিটি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য (Government of West Bengal)। এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।