ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদি! বিশেষ সাক্ষাতে চমকের পর চমক

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরে সবার নজর ছিল ইলন-মোদির (Narendra Modi-Elon Musk) বিশেষ বৈঠকের দিকে। মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk) তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে হাজির হয়ে যান সেই বৈঠকে। ১২ সন্তানের মধ্যে ৩ সন্তানকে নিয়ে গিয়েছিলেন ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে।

ইলন-মোদির (Narendra Modi-Elon Musk) বিশেষ বৈঠক

মাস্কের ৩ সন্তানের হাতে এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু সাহিত্য ‘দ্য ক্রিসেন্ট মুন’, বিষ্ণু শর্মার ‘পঞ্চতন্ত্র’, আরকে নারায়ণের লেখা নিয়ে ‘দ্য গ্রেট আরকে নারায়ণ কালেকশন’ বইগুলি তুলে দেন মোদি (Narendra Modi)। নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে সেই মুহূর্তের ছবি।

Narendra Modi-Elon Musk meeting details

ছবিতে দেখা যাচ্ছে, মোদির কাছ থেকে উপহার পেয়ে সঙ্গে সঙ্গে ইলন মাস্কের তিন সন্তান সেই বইগুলি খুলে দেখতে শুরু করে দেয়। মোদি ও মাস্কের (Narendra Modi-Elon Musk) বৈঠকের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয় এদিন।  অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রী বৈঠক নিয়ে লেখেন, ‘ ইলন মাস্কের পরিবারের সঙ্গে এই সাক্ষাৎ এবং বিশ্বের নানান বিষয় নিয়ে কথা বলা ছিল খুবই আনন্দের।’

আরোও পড়ুন : চরম অসহযোগীতার অভিযোগ! স্বরাষ্ট্রসচিব নন্দিনীকে হাইকোর্টে তলব করলেন ক্ষুব্ধ বিচারপতি

এদিনের সাক্ষাৎপর্বে মাস্কের সাথে উপস্থিত ছিলেন তাঁর সঙ্গিনী নিউরোলিঙ্কের অক্সিকিউটিভ শিভন জিলিস। সূত্রের খবর, বিশেষ এই বৈঠকে ভারতের (India) প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও ইলন মাস্কের (Narendra Modi-Elon Musk) আলোচনা হয়েছে প্রযুক্তি, উদ্ভাবন, মহাকাশ সহ একাধিক বিষয় নিয়ে।

বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদি লেখেন, “ওয়াশিংটন ডিসিতে ইলন মাস্কের সাথে খুব ভাল বৈঠক হয়েছিল। স্থান, গতিশীলতা, প্রযুক্তি এবং উদ্ভাবনের মতো বিষয়ে তিনি আগ্রহী, সেগুলি সহ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।  আমি সংস্কার এবং ‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন’-এর প্রতি ভারতের প্রচেষ্টার কথা বলেছি।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর