এর আগে কেউ করেনি এমন কাজ! অনুরাগীদের মন জিততে IPL-এর আগেই বড় ধামাকা KKR-এর

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL শুরু হতে আর বেশি বাকি নেই। অধীর আগ্রহে ক্রিকেট অনুরাগীরা অপেক্ষা করছেন এই মেগা টুর্নামেন্টের জন্য। তবে, তার আগেই সবাইকে চমকে দিল IPL-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অনুরাগীদের কথা মাথায় রেখে এই ফ্র্যাঞ্চাইজি এমন একটি পদক্ষেপ গ্রহণ করছে যেটি এর আগে IPL-এর কোনও দল করেনি।

বিরাট পদক্ষেপ KKR (Kolkata Knight Riders)-এর:

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৫-এর নতুন মরশুমের আগে KKR ম্যানেজমেন্ট দেশের বিভিন্ন প্রান্তে ট্রফি ট্যুরের সিদ্ধান্ত নিয়েছে। মূলত, সমগ্র দেশজুড়ে KKR সমর্থকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে দলের জেতা ট্রফি পরিলক্ষিত করতে পারবেন অনুরাগীরা।

Kolkata Knight Riders took a big step.

এছাড়াও, KKR-এর তরফে IPL ট্রফি কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে, সেই তালিকাও সামনে এসেছে। মূলত ৯ টি শহরে ট্রফি ট্যুর সম্পন্ন হবে। যেখানে ট্রফি দেখা ছাড়াও কলকাতা নাইট রাইডার্সের তরফে অনুরাগীরা উপহার জেতার সুযোগও পাবেন।

আরও পড়ুন: ব্যাঙ্কগুলিতে ইদের ছুটি বাতিল করল RBI, কিন্তু কেন? সামনে এল কারণ

কোথায় কোথায় হবে ট্রফি ট্যুর: জানা গিয়েছে যে, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার অসমের গুয়াহাটির সিটি সেন্টার থেকে শুরু করে আগামী ১৬ ফেব্রুয়ারি ওড়িশার ভুবনেশ্বরের নেক্সাস মল সহ আগামী ২১ ফেব্রুয়ারি জামশেদপুরের হাই-টেক মলে ট্রফি ট্যুর করা হবে। এছাড়াও, আগামী ২৩ ফেব্রুয়ারি রাঁচির জেডি হাই স্ট্রিট মল ও ২৮ ফেব্রুয়ারি গ্যাংটকের ওয়েস্ট পয়েন্ট মলে KKR-এর অনুরাগীরা ট্রফি দেখতে পাবেন।

আরও পড়ুন: মহাকাশে হবে ধামাকা! একসাথে প্রস্তুতি নিচ্ছে NASA-ISRO, আমেরিকায় বিরাট ঘোষণা মোদীর

এরপর বাংলায় ও বিহারে শুরু হবে ট্রফি ট্যুর। যেখানে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অনুরাগীদের কাছে পৌঁছে যাবে ট্রফি। জানা গিয়েছে, আগামী ২ মার্চ শিলিগুড়ির সিটি সেন্টার থেকে শুরু করে আগামী ৭ মার্চ পাটনা, ৯ মার্চ দুর্গাপুরের জংশন মল, ১৩ মার্চ কলকাতার সিটি সেন্টার মল ও ১৬ মার্চ সাউথ সিটি মলে ট্রফি দেখার সুযোগ পাবেন KKR অনুরাগীরা। এমতাবস্থায়, IPL-এর নতুন মরশুম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজির এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন KKR-এর ফ্যানেরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর