বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে রেল। শুধু তাই নয়, ইতিমধ্যেই দেশজুড়ে পরিষেবা শুরু করেছে অত্যাধুনিক সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেন অত্যন্ত কম সময়ে যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তাও অর্জন করেছে। তবে, এবার এমন একটি আপডেট সামনে এসেছে যেটি অবাক করবে সবাইকেই।
বড় সিদ্ধান্ত নিল রেল (Indian Railways):
মূলত, রেল (Indian Railways) এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। যেখানে, বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা কমানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছরের সেপ্টেম্বর থেকে মহারাষ্ট্রের নাগপুর এবং তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের মধ্যে শুরু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসে ৬ মাসের মধ্যে বড়সড় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে, যাত্রীদের অপ্রতুলতার কারণে সেন্ট্রাল রেলওয়ের নাগপুর ডিভিশন ২০১০১ এবং ২০১০২ নম্বরের বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
জানিয়ে রাখি যে, চন্দ্রপুর এবং বল্লারশাহ স্টেশনের ওপর দিয়ে চলাচল করা নাগপুর-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত ট্রেনটিতে (Indian Railways) পর্যাপ্ত যাত্রীর অভাব পরিলক্ষিত হয়। ট্রেনটি ৭০ শতাংশের বেশি যাত্রীশূন্য অবস্থায় চলাচল করত। এই কারণে ওই ট্রেনের বগি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল রেল। সেপ্টেম্বরে নাগপুর থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত শুরু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসে মোট কোচের সংখ্যা ছিল ২০। এখন সেটি কমিয়ে ৮ টি কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে স্থায়ীভাবে কার্যকর করা হবে।
আরও পড়ুন: এর আগে কেউ করেনি এমন কাজ! অনুরাগীদের মন জিততে IPL-এর আগেই বড় ধামাকা KKR-এর
যাত্রী সংখ্যা কম: জানা গিয়েছে যে, ২০২৪ সালের সেপ্টেম্বরে এই ট্রেনটির (Indian Railways) চলাচল শুরু হওয়ার পর থেকে যাত্রীদের কাছ থেকে খুব একটা সাড়া পাওয়া যায়নি। যার কারণে ট্রেনটি অধিকাংশ সময়ে খালি অবস্থাতেই চলাচল করত। গত সেপ্টেম্বর মাসে এই ট্রেনটি মোট যাত্রী ধারণক্ষমতার তুলনায় মাত্র ২০ শতাংশ যাত্রী সফর করেছিলেন। এর পাশাপাশি গত অক্টোবরে মাত্র ৩০ শতাংশ, নভেম্বর ও ডিসেম্বরে ৪০ শতাংশ এবং জানুয়ারিতে ৩০ শতাংশ যাত্রী সফর করেন।
আরও পড়ুন: ব্যাঙ্কগুলিতে ইদের ছুটি বাতিল করল RBI, কিন্তু কেন? সামনে এল কারণ
টিকিট বুক করা যাত্রীরা SMS-এর মাধ্যমে তথ্য পাবেন: রেলওয়ে বোর্ড (Indian Railways) স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেসকল যাত্রীরা ইতিমধ্যেই টিকিট বুক করেছেন, তাঁদের এই পরিবর্তনের তথ্য SMS-এর মাধ্যমে পাঠানো হবে। রেল স্টেশন এবং রিজার্ভেশন কেন্দ্রগুলিতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমেও তথ্য দেওয়া হবে।