বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের মার্কিন সফরে একাধিক গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত (India) এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর করার সংকল্প নিয়েছেন মোদী এবং ট্রাম্প। আর এই লক্ষ্যে পৌঁছাতে মিশন ৫০০ এর কথা বিশেষ ভাবে নির্দিষ্ট করেছেন তাঁরা।
ভারত (India) আমেরিকার মিশন ৫০০ ঠিক কী
কী এই মিশন ৫০০? দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো উচ্চস্তরে নিয়ে যেতেই এই মিশনের ঘোষণা। মিশন ৫০০ এর আওতায় ভারত (India) এবং আমেরিকা ২০৩০ সালের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা দ্বিগুণেরও বেশি। দুই দেশের নাগরিকদের আরো সমৃদ্ধ করার পাশাপাশি দেশগুলির শক্তিবৃদ্ধি এবং অর্থনীতিতে জোয়ার আনতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সংকল্প করেছেন।
কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে: জাতীয় সুরক্ষা, ন্যায্যতা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক আরো গভীর করার লক্ষ্য নির্ধারণ করেছেন তাঁরা। পাশাপাশি এই লক্ষ্য পূরণের জন্য যে নতুন এবং ন্যায্য বাণিজ্য শর্তাবলীর প্রয়োজন তা স্বীকার করে নিয়ে ২০২৫ সালের মধ্যে পারস্পরিক উপকারী এবং বিটিএম চুক্তির প্রথম কিস্তি নিয়ে আলোচনার পরিকল্পনা ঘোষণা করেছেন মোদী এবং ট্রাম্প।
আরো পড়ুন : Breaking: চেনা ছন্দে জি, ‘দুগ্গামণি ও বাঘমামা’তে কামব্যাক জনপ্রিয় শিশুশিল্পীর, প্রোমোতেই “ধামাকা” টুইস্ট!
কী হবে এই মিশনে: এই আলোচনার জন্য সিনিয়র প্রতিনিধিদের মনোনীত করবেন দুই নেতা। তারা দ্বিপাক্ষিক বাণিজ্য (India) সম্পর্ক ‘কম্প্যাক্ট’ এর আকাঙ্খাকে সম্পূর্ণ ভাবে প্রতিফলিত করবে। কম্প্যাক্ট অর্থাৎ ক্যাটালাইজিং অপরচুনিটিজ ফর মিলিটারি পার্টনারশিপ, এক্সিলারেটেড কমার্স অ্যান্ড টেকনোলজি। এটি একটি নয়া উদ্যোগ যা দেশগুলির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে।
আরো পড়ুন : ছেড়ে কথা বলবেনা চিন! বাংলাদেশের এই ভুলেই ধমক বেজিংয়ের, নড়েচড়ে বসল ইউনূস সরকার
বিটিএকে এগিয়ে নিয়ে যেতে দুই দেশ (India) পণ্য এবং পরিষেবা খাতে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো শক্তিশালী এবং গভীর করতে একটি বিশেষ ‘সমন্বিত পদ্ধতি’ গ্রহণ করবে। এছাড়াও শুল্ক এবং অশুল্ক বাধা হ্রাস, বাজারে অ্যাক্সেস বৃদ্ধি করার জন্য কাজ করবে।