বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীর জন্য বড় সুখবর নিয়ে আসল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন। রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল) সম্প্রতি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইন মাধ্যমে। নিযুক্তদের পোস্টিং হবে সংস্থার বিভিন্ন ইউনিট বা সাইটে। এই পদে কারা কারা আবেদনের যোগ্য, মাসিক বেতন কত, কোন পদে নিয়োগ (Recruitment), এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।
নিয়োগ (Recruitment) নিয়ে নয়া আপডেট
নিয়োগকারী সংস্থা : নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।
পদের নাম : রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড মেডিক্যাল অফিসার বা জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করবে।
মোট শূন্য পদের সংখ্যা : বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট চারটি শূন্য পদে নিয়োগ করা হবে।
আরোও পড়ুন : মোদী-ট্রাম্প বৈঠকের বড় চমক, “মিশন ৫০০” ঘোষণা করল ভারত-আমেরিকা! ব্যাপারটা কী?
বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
মাসিক বেতন : বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে দেওয়া হবে ৫৬,১০০ টাকা, তার সাথে থাকবে অন্যান্য ভাতা।
আবেদনের ক্ষেত্রে যোগ্যতা : এমবিবিএস ডিগ্রির পাশাপাশি কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে পিজি ডিপ্লোমা বা ডিপ্লোমা ইন রেডিয়েশন মেডিসিন থাকলে আবেদন করা যাবে এই পদে। এমনকি সম্পর্কিত বিষয়ে এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতি : ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত ব্যতীত আবেদনকারীকে আবেদনমূল্য বাবদ দিতে হবে ৫০০ টাকা। এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে মূল বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদনের শেষ তারিখ : ৪ মার্চ, ২০২৫।