বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালের (Serial) টিআরপি নিয়ে শুধুমাত্র কলাকুশলীদেরই যে চিন্তা থাকে এমনটা কিন্তু নয়। সিরিয়ালের বহু অনুরাগীরাও একই রকম দুশ্চিন্তায় থাকেন নম্বরের ওঠানামা নিয়ে। উপরন্তু এখন টেলিপাড়ায় কান পাতলেই একাধিক সিরিয়ালের (Serial) শেষ হওয়ার তীব্র গুঞ্জন শোনা যাচ্ছে। সব মিলিয়ে বেশ চিন্তাতেই রয়েছেন অনেক অনুরাগী।
একগুচ্ছ সিরিয়ালের (Serial) ভবিষ্যৎ ধোঁয়াশায়
প্রায় প্রতিটি চ্যানেলেই কোনো না কোনো সিরিয়াল (Serial) বন্ধের খবর শোনা যাচ্ছে। বিশেষ করে স্টার জলসায় একসঙ্গে একাধিক সিরিয়ালের (Serial) ভবিষ্যৎ নিয়ে ঘনিয়েছে অনিশ্চয়তার মেঘ। আসলে সিরিয়ালগুলির টিআরপি তুলনামূলকভাবে ভাবে কম। কোনোটা স্লট লিডার হলেও বাকিগুলি প্রতিপক্ষের কাছে হারছে প্রত্যেক সপ্তাহে।
বদলেছে গল্পের ট্র্যাক: এমতাবস্থায় একটি ধারাবাহিক (Serial) নিয়ে বিগত বেশ কিছু দিন ধরেই আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। ধারাবাহিকের (Serial) টিআরপি প্রথমটা বেশি থাকলেও ইদানিং হঠাৎ করেই কমে গিয়েছে নম্বর। উপরন্তু এখন গল্পের ট্র্যাক যেভাবে এগোচ্ছে তাতে অনেকেই মনে করছেন, হয়তো শেষই করে দেওয়া হবে গল্প।
আরো পড়ুন: মোদী-ট্রাম্প বৈঠকের বড় চমক, “মিশন ৫০০” ঘোষণা করল ভারত-আমেরিকা! ব্যাপারটা কী?
কী ঘটছে সিরিয়ালে: স্টার জলসার ‘দুই শালিক’ সিরিয়াল (Serial) বেশ কিছুদিন ধরেই রয়েছে চর্চায়। কারণ বিগত কয়েকদিন ধরে এই ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মধ্যে সম্প্রতি গল্পের ট্র্যাক বদলেছে। ফাঁস হয়ে গিয়েছে আঁখি ঝিলিকের সত্যিটা। পিআরকের মুখোমুখি হয়ে গিয়েছে আঁখি ঝিলিক। আর এসব দেখেই সংশয়ে দর্শকরা।
অনেকে মন্তব্য করেছেন, এত তাড়াতাড়ি সবকিছু দেখিয়ে দিচ্ছে। কোনো টুইস্টই তো বাকি রাখছে না। এভাবেই যদি সব রহস্য পরপর ফাঁস করে দেয় তাহলে পরে কী দেখাবে! সিরিয়াল (Serial) শেষের গুঞ্জন তীব্র হওয়ায় অনেকে চ্যানেল বয়কটের ডাকও দিয়েছেন। আবার কারোর কারোর মতে, দ্রুত রহস্য শেষ করে নতুন চমক নিয়ে ফিরবে সিরিয়ালের গল্প। শেষমেশ কী হয় দুই শালিকে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে দর্শক।