শিলিগুড়ি টু কলকাতা, থাকবে রাতের ট্রেন! বিজেপি বিধায়কের আবেদনে যা বললেন রেলমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ রাতের দিকে উত্তরবঙ্গ থেকে কলকাতা এবং কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার কোন ট্রেন (Indian Railways) নেই। তাই বহুদিন ধরে রাতের দিকে চরম হয়রানির শিকার হন যাত্রীরা। এমনকি এর ফলে কোন জরুরী কাজে উত্তরবঙ্গ থেকে কলকাতা যেতে হলে কিংবা কলকাতা থেকে উত্তরবঙ্গ আসতে হলে বিরাট সমস্যায় পড়তে হয় যাত্রীদের। উত্তরবঙ্গে দিনের বেলা একগুচ্ছ ট্রেন থাকলেও কলকাতা শিলিগুড়ির মাঝে রাতের দিকে কোন ট্রেন নেই। তাই যাত্রীদের দীর্ঘদিনের এই সমস্যার কথা জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ।

শিলিগুড়ি থেকে কলকাতা রাতেও চলবে ট্রেন (Indian Railways)?

বিজেপি বিধায়ক জানিয়েছেন রাত আটটা চল্লিশ মিনিটে পদাতিক এক্সপ্রেস চলে গেলে তারপর আর কোনো ট্রেন (Indian Railways) নেই। তাই এক্ষেত্রে যাত্রীদের ওই দিনটা অপেক্ষা করে, পরের দিন সকালবেলা ট্রেন ধরতে হয়। রাতের দিকে কলকাতা যাওয়ার জন্য নেই কোনো বিমান পরিষেবাও। তাই একমাত্র বাসের উপরেই ভরসা করতে হয় সাধারণ মানুষকে। কিন্তু রাতের বাসের ভাড়াও দিন দিন লাফিয়ে বেড়েই চলেছে।

যাত্রীদের সুবিধার কথা ভেবে রাতের দিকে অর্থাৎ রাত দশটার পর এনজিপি থেকে কলকাতাগামী ট্রেন (Indian Railways) চালানোর দাবি বহুদিনের। সম্প্রতি এই বিষয়টি শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রীকে। উত্তরবঙ্গ থেকে রাত্রিকালীন ট্রেন চালানোর প্রস্তাব মিলতেই জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীও। তবে জানা যাচ্ছে, রাত্রিকালীন ট্রেন চালানোর পাশাপাশি আরও কয়েকটি বিষয়েও দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন রেলমন্ত্রী।

আরও পড়ুন: শালবনিতে বিদ্যুৎ কেন্দ্র গড়বে জিন্দলরা! বাণিজ্য সম্মেলনের আগেই বরাত দিয়েছিল রাজ্য

বিজেপি বিধায়কের চিঠি পেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শিলিগুড়ি থেকে কলকাতা গামী রাত্রিকালীন ট্রেন (Indian Railways) পরিষেবার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে রাত সাড়ে দশটার পর এনজিপি থেকে শিয়ালদহ অথবা কলকাতা স্টেশনে ট্রেন পরিষেবা দেওয়া যায় কিনা এই বিষয়ে বিস্তারিতভাবে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী।

Indian Railways

রেলমন্ত্রীর কাছ থেকে জবাব পেয়ে আপ্লুত বিজেপি বিধায়ক শংকর ঘোষ। রেলমন্ত্রীর পাশাপাশি সাংসদ রাজু বিস্তা, জয়ন্ত সাহা, শমীক ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। খুশির কথা জানিয়ে এদিন শংকর ঘোষ বলেছেন, ‘উত্তরবঙ্গবাসীর প্রতি রেলমন্ত্রীর যে সহমর্মিতা তা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। ওনার  চিঠি এসেছিল। রাত সাড়ে দশটার পর কলকাতার সঙ্গে সংযোগকারী একটি ট্রেন চালু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন উনি। আশা করছি আমার বাকি দাবিগুলো রেলমন্ত্রী সহানুভূতির সঙ্গে দেখবেন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর